For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও দামি প্লেনের টিকিট, চতুর্থবার ভাড়া বাড়ল ডোমেস্টিক বিমানের

আরও দামি প্লেনের টিকিট

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকেই ভাড়া বেড়ে গেল অভ্যন্তরীণ উড়ানের। ডোমেস্টিক বিমানের ভাড়া ৯ থেকে একলাফে সাড়ে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

বিমান ভাড়া পুর্নবিবেচনা করে বাড়ানো হয়েছে

বিমান ভাড়া পুর্নবিবেচনা করে বাড়ানো হয়েছে

গত বছরের মার্চ মাস থেকে দেশজুড়ে লকডাউনের পর থেকে ডোমেস্টিক উড়ান তাদের পরিষেবা পুনরায় চালু করে, সেই সময় উড়ানের সময়ের উপর ভিত্তি করে বিমান ভাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বোনিম্ন সীমা আরোপ করা হয়েছিল। সেই সময় থেকেই ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করা হয়নি, বরং মন্ত্রক টিকিটের মূল্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা সংশোধন করে ডোমেস্টিক উড়ান ভাড়া বৃদ্ধি করেছে। এটা নিয়ে চতুর্থবার ভাড়া বৃদ্ধি করা হল বলে জানা গিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে ভাড়া বৃদ্ধি

বিজ্ঞপ্তি অনুসারে ভাড়া বৃদ্ধি

এই বিজ্ঞপ্তিই অনুসারে, ৪০ মিনিট সময়ের উড়ানে এখন ভাড়া লাগবে ২,৯০০, যা আগে ছিল ২,৬০০, অর্থাৎ ৩০০ টাকা বাড়ানো হয়েছে। এটা ১১.‌৫৩ শতাংশ বেড়েছে, অন্যদিকে সর্বোচ্চ ভাড়া বেড়েছে ১২.‌৮২ শতাংশ, অর্থাৎ ৭,৮০০ থেকে ৮,৮০০ পর্যন্ত। ৪০-৬০ মিনিট সময়ের বিমানে সর্বনিম্ন ভাড়া ৩,৩০০ থেকে বেড়ে ৩,৭০০ হয়েছে এবং সর্বোচ্চ ক্ষেত্রে ৯,৮০০ থেকে বেড়ে ১১ হাজার করা হয়েছে।

টিকিটের প্রকৃত মূল্য বেশি হবে

টিকিটের প্রকৃত মূল্য বেশি হবে

তবে টিকিটের প্রকৃত মূল্য অবশ্য এর চেয়ে বেশি হবে কারণ সরকার তার বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্যাপগুলিতে যাত্রী সুরক্ষা ফি, বিমানবন্দরের ব্যবহারকারীর উন্নয়ন ফি এবং জিএসটি অন্তর্ভুক্ত করেনি। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে বিমানের ভাড়াগুলি সংশোধন করা হয়েছে। এই দাম বৃদ্ধির বিষয়টি এমন সময়ে এসেছে যখন ডোমেস্টিক বিমান গতি বাড়িয়েছে এবং ভারতীয় বিমানের ওপর থেকে অন্যান্য দেশও লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করছে, একাধিক গন্তব্যে আন্তর্জাতিক যাত্রী বিমান পুনরায় চালু হয়েছে।

 চতুর্থবার বাড়ল বিমান ভাড়া

চতুর্থবার বাড়ল বিমান ভাড়া

এ বছরে এই নিয়ে চতুর্থবার বিমানের টিকিটের ভাড়া পুর্নবিবেচিত হল। টিকিটের ভাড়া সংশোধন হয় ফেব্রুয়ারি, মে এবং জুনেও। জানা গিয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে এই ফ্লাইটের ভাড়া বাড়ছে।

এক নজরে দেখে নিন বেড়ে যাওয়া বিমান ভাড়া

এক নজরে দেখে নিন বেড়ে যাওয়া বিমান ভাড়া

❑ ৪০ মিনিটের নীচে বিমানের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ২,৯০০ (‌২,৬০০)‌ ও সর্বোচ্চ ক্ষেত্রে ৮,৮০০ (‌৭,৮০০)‌

❑ ৪০-৬০ মিনিটের সময়ের বিমানের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ৩,৭০০ (‌৩,৩০০)‌ এবং সর্বোচ্চ ক্ষেত্রে ১১ হাজার (‌৯,৮০০)‌

❑ ৬০-৯০ মিনিটের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ৪,৫০০(‌৪০০০)‌ এবং সর্বোচ্চ ক্ষেত্রে ১৩,২০০ (‌১১,৭০০)‌ ভাড়া বেড়েছে

❑ ৯০-১২০ মিনিটের সময়ের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ৫,৩০০ (‌৪,৭০০)‌ এবং সর্বোচ্চ ভাড়া বেড়েছে ১৪,৬০০ (‌১৩,০০০)‌

❑ ১২০-১৫০ মিনিটের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ৬,৭০০ (‌৬,১০০)‌ এবং সর্বোচ্চ ভাড়া বেড়েছে ১৯ হাজার (‌১৬,৯০০)‌

❑ ১৫০-১৮০ মিনিটের বিমানে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ৮,৩০০ (‌৭,৪০০)‌ এবং সর্বোচ্চ ভাড়া বেড়েছে ২৩ হাজার (‌২০,৪০০)‌

❑ ‌১৮০ থেকে ২১০ মিনিটের বিমানে সর্বনিম্ন ভাড়া বেড়েছে ৯,৮০০(‌৮,৭০০)‌ এবং সর্বোচ্চ ভাড়া বেড়েছে ২৭,২০০ (‌২৪,২০০)‌।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
more expensive plane tickets domestic flight fares increased for the fourth time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X