For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিজ ভাঙার জের, বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ মোরবির বিধায়ক

Google Oneindia Bengali News

মোরবি ব্রিজ ভেঙে পড়া নিয়ে উত্তাল হয়েছে দেশ। ব্রিজ ভেঙে মারা গিয়েছেন ১৩৫ জনের বেশি মানুষ। তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারের দিকে। চাপে পড়ে সরকার আবার তা দায়িত্ব ঠেলে দেয় যে সংস্থা রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিয়েছিল তাদের উপর।

দুর্ঘটনা

দুর্ঘটনা

এই সব বিতর্কের মাঝে নির্বাচনের তারিখ ঘোষনা করে কমিশন। ভোটের এমন মুখ এরকম দুর্ঘটনা। চাপে পড়ে যায় বিজেপির সরকার। বিজেপি যে ভোটের টিকিট দেওয়ার তালিকা ঘোষনা করেছে তাতেও এর প্রভাব পড়ল। দেখা গেল যে বাদ পড়েছে মোরাবির বিদায়ি বিধায়ক। তাকে আর দলের হয়ে আসন্ন নির্বাচন লড়ার সুযোগ দেয়নি দল। তাকে ছেঁটে ফেলা হয়েছে তালিকা থেকে।

বিজেপি যে ১৬০ জনের প্রার্থী তালিকা বার করেছে গুজরাত নির্বাচনের ১৮২ আসনের জন্য তাতে বাদ গিয়েছেন পাঁচ জন মন্ত্রী সহ এমন ৩৮ জন যারা আগের নির্বাচনে লড়েছেন। এর মধ্যেই রয়েছেন মোরাবির বিদায়ি বিধায়ক।

মোরাবির বিধায়ক বাদ

মোরাবির বিধায়ক বাদ

ব্রিজেশ মেরজা যিনি রাজ্যের শ্রমিক এবং নিয়োগের মন্ত্রী ছিলেন তিনি মোরাবির বিধায়ক ছিলেন। আর সেখানেই ঘটে দুর্ঘটনা এবং মারা যান এত জন মানুষ। বাদ পড়েছেন নিমাবেন আচার্য। তিনি ভুজের দুবারের বিধায়ক।

নির্বাচন

নির্বাচন

বিজেপি এদিকে ১৮২ এর মধ্যে ১৬০ জন প্রার্থীর নাম ঘোষনা করেছে। যার নির্বাচন হবে আগামী ১ ও পাঁচ ডিসেম্বর এবং আট তারিখ এর ফল বেরোবে। মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল লড়বেন ঘাটলোদিয়া থেকে। তবে বাদ দিয়েছে বহু প্রাক্তন বিধায়ককে। আসলে শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোল করতে পারে এমন চেষ্টা করছে বিজেপি। যতটা পারা যায়। সেদিক থেকে দেখেই বাদ পড়েছেন অনেকে।

সমীক্ষা

সমীক্ষা

বেশিরভাগ সমীক্ষা বলছে যে এই এই রাজ্যেই ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই। অনেক ভুল অনেক সমস্যায় জর্জরিত হওয়া সত্ত্বেও পার্টি বদল হচ্ছে না বলেই বলছে সমীক্ষা। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে যে বিজেপি ক্ষমতায় আসবে গুজরাতে দুই তৃতীয়াংশ আসন পেয়। বিজেপি পেতে পারে ১২৭ থেকে ১৪০টি আসন ১৮২ আসনের মধ্য়ে। ৪৬.২ শতাংশ ভোট শেয়ার থাকবে। ২০১৭ সাল তারা ৯৯টি আসন পেয়েছিল। এবারে সমস্যা থাকা সত্বেও আসন কমার বদলে বেড়ে যাচ্ছে। কংগ্রেস পেতে পারে ৩৭ থেকে ৪৫টি আসন। ভোট শেয়ার হবে ২৮.৪ শতাংশ। আপ জিততে পারে ৯ থেকে ২১টি আসন। পেতে পারে ২০.৬ শতাংশ ভোট। অন্যান্যরা সর্বোচ্চ ২টি আসন পেতে পারে।

শেষ হবে জ্ঞানব্যাপি মসজিদ শিবলিঙ্গের বিতর্কিত এলাকা বন্ধ করে রাখার সময়কাল, নয়া শুনানি হবে শুক্রবার শেষ হবে জ্ঞানব্যাপি মসজিদ শিবলিঙ্গের বিতর্কিত এলাকা বন্ধ করে রাখার সময়কাল, নয়া শুনানি হবে শুক্রবার

English summary
bjp candidate list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X