For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আষাঢে উধাও বর্ষা! যাকে ভিলেন বলছে আবহাওয়া দফতর

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মহারাষ্ট্র অতিক্রম করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তা উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের বাকি অংশে পৌঁছতে তার দেরি হবে।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মহারাষ্ট্র অতিক্রম করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তা উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের বাকি অংশে পৌঁছতে তার দেরি হবে। সমুদ্র থেকে বায়ুমণ্ডলীয় ধাক্কা না পাওয়ায় এই দেরি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আষাঢে উধাও বর্ষা! যাকে ভিলেন বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, আগামি ২৪ ঘণ্টায় পশ্চিমী ঝঞ্ঝা এবং নিচের দিকে ঘূর্ণাবর্তের ফলে বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম হিমালয় অঞ্চল, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে।

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ু উত্তরের দিকে মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, অমরাবতি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরার ওপর অবস্থান করছে। কিন্তু দুর্বল হওয়ার কারণে পরবর্তী এক সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার আপাতত আর কোনও খবর নেই।

আষাঢে উধাও বর্ষা! যাকে ভিলেন বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান

আবহাওয়া দফতরে আবহাওয়ার যে মডেল রয়েছে, তাতে দেখা যাচ্ছে দক্ষিণ উপদ্বীপ এবং মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিসগড়, দক্ষিণ মধ্যপ্রদেশ-সহ সংলগ্ন মধ্য ভারতের ওপর মৌসুমী বায়ু ফিরে আসে। একইসঙ্গে উত্তর পশ্চিম ভারত, উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তর গুজরাতে বৃষ্টি হতে দেখা যায়।

উত্তর পূর্বের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যভারতে স্বাভাবিক বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণ উপদ্বীপ অংশ-কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পণ্ডিচেরীতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে।

আষাঢে উধাও বর্ষা! যাকে ভিলেন বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে বৃষ্টিপাত

উত্তর পূর্বভারতে এইসময়ে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। জুলাই মাসে সারা দেশে ১০১ % বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অগাস্ট মাসে তা হতে পারে ৯৪%।

সারা দেশে বৃষ্টি যদি ৯০-৯৬%-এর মধ্যে থাকে তাহলে তা স্বাভাবিকের থেকে নিচে। ৯৬-১০৪%-এর মধ্যে থাকলে তাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়।

English summary
Monsoon update: Dry days ahead in Delhi-NCR, monsoon to get delayed over peninsular India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X