For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ফের মাঙ্কিপক্সে আক্রান্ত এক তরুণী, দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে ১০

করোনা নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার! আর এর মধ্যেই দেশে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। একের পর এক আক্রান্তের খবর সামনে আসছে। আর এর মধ্যেই দিল্লিতে আরও এক Monkeypox আক্রান্তের খোঁজ। দিল্লির এলএনজেপি হাসপাতালে ২২ বছর বয়সী ওই আফ্

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার! আর এর মধ্যেই দেশে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। একের পর এক আক্রান্তের খবর সামনে আসছে। আর এর মধ্যেই দিল্লিতে আরও এক Monkeypox আক্রান্তের খোঁজ। দিল্লির এলএনজেপি হাসপাতালে ২২ বছর বয়সী ওই আফ্রিকান তরুণীকে ভর্তি করা হয়েছে।

দিল্লির বুকে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ। লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ সুরেশ কুমার শনিবার জানিয়েছেন, দিল্লিতে এই নিয়ে মাঙ্কিপক্সের পাঁচতম কেস রিপোর্ট করা হয়েছে।

শুধু তাই নয়, শুক্রবার এক মহিলার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সুরেশ কুমার। তবে নতুন করে সংক্রমণের খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

হাসপাতালে মাঙ্কিপক্সে আক্রান্ত এক

হাসপাতালে মাঙ্কিপক্সে আক্রান্ত এক

সুরেশ কুমার জানিয়েছেন, এই মুহূর্তে দিল্লির এলএনজেপি হাসপাতালে মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগীর চিকিৎসা চলছে। একজনকে ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দিল্লিতে পাঁচজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি নজরে রাখতে ইতিমধ্যে হাসপাতালের তরফে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে নতুন করে এক মহিলার মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ ছড়িয়েছে। জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে ওই মহিলা কোনও বিদেশ যাত্রা করেননি। তবে গত এক মাস আগে তিনি নাইজেরিয়ায় গিয়েছিলেন বলে দাবি চিকিৎসকদের।

দিল্লিতে ২৪ জুলাই প্রথম সংক্রমণের খোঁজ পাওয়া যায়-

দিল্লিতে ২৪ জুলাই প্রথম সংক্রমণের খোঁজ পাওয়া যায়-

গত ২৪ জুলাই দিল্লিতে মাঙ্কিপক্সের প্রথম কেস রিপোর্ট করা হয়েছিল। এর একদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ভারতে মাঙ্কিপক্স কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে। বিশেষ করে বিমানবন্দরগুলিতে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়। বিদেশ থেকে আসা যাত্রীএর উপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, কি করা উচিৎ আর নয় সে বিষয়েও নজর রাখার কথা বলা হয়েছে।

দেশে এখনও পর্যন্ত ১০ জন আক্রান্ত

দেশে এখনও পর্যন্ত ১০ জন আক্রান্ত

ভারতে মাঙ্কিপক্সের প্রথম (Monkeypox Case In India) কেস ১৪ জুলাই কেরালার কোল্লাম জেলায় (Kerala) রিপোর্ট করা হয়েছিল। ভারতে এখনও পর্যন্ত ১০টি কেস রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে কেরালা থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গটা বিশ্বেই মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। বিশেষ করে America এবং Europe সবথেকে বেশি সংক্রমণের খবর সামনে এসেছে। এই বছর বিশ্বব্যাপী ৮০ টিরও বেশি দেশে মাঙ্কিপক্সের ৩১,০০০ টিরও বেশি কেস রিপোর্ট করা হয়েছে।

English summary
monekypox india: Another Monkepox case in Delhi, total 10 in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X