For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিকের আগে 'পরীক্ষা পে চর্চা'য় ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেবেন মোদী

উচ্চমাধ্যমিকের আগে 'পরীক্ষা পে চর্চা'য় ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেবেন মোদী

  • |
Google Oneindia Bengali News

দু'বছরের মহামারির সময় পেরিয়ে আবার অফলাইনে হবে ম্যট্রিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ঠিক আর আগেই নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের মনোবল বাড়ানোর পাশাপাশি শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ পাঁচ বছর ধরে 'পরীক্ষা পে চর্চা' নামের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী।

উচ্চমাধ্যমিকের আগে পরীক্ষা পে চর্চায় ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেবেন মোদী

আগামী ১ এপ্রিল 'পরীক্ষা পে চর্চা'র পঞ্চম সংস্করণে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রী ও তাদের গার্জেনদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। তবে এখানে প্রবেচ অবাধ নয়! কারা এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন? বেশ কয়েক মাস ধরে 'পরীক্ষা পে চর্চা'য় অংশগ্রহণের জন্য একটি অনলাইন রেজিষ্ট্রেশন চালিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা দফতর৷ যেখানে প্রায় ১২ লক্ষ নাম রেজিস্টার হয়েছিল। এদের মধ্যে থেকে একটি প্রতিযোগিতার মাধ্যমে ১৫০০ ছাত্রছাত্রী, ২৫০ শিক্ষক, ২৫০ গার্জেন এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন৷

এপ্রিলেয় সিবিএসই, সিআইএসসিই বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। তার আগেই এপ্রিলের শুরুতে 'পরীক্ষা পে চর্চা'য় আসছেন প্রধানমন্ত্রী৷ এই অনুষ্ঠানটি তালকোটরা স্টেডিয়াম থেকে স্বয়ংপ্রভা, দুরদর্শন, প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে সরাসরি সম্প্রচার করা হবে৷ এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অনুষ্ঠানের সম্প্রচার হবে বলে জানা গিয়েছে৷

কে-রেল এর বিরোধিতা করে সংসদে কংগ্রেসে সাংসদদের মিছিল, দিল্লি পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগকে-রেল এর বিরোধিতা করে সংসদে কংগ্রেসে সাংসদদের মিছিল, দিল্লি পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

'পরীক্ষা পে চর্চা'য় বিজয়ী প্রতিযোগীরা প্রতিযোগিতা জিতে সরাসরি প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ তো পাবেনই সঙ্গে
এঁরা প্রত্যেকে পিপিসি কিট, প্রধানমন্ত্রী সই করা ডিজিটাল প্রশংসাপত্র ও সার্টিফিকেট পাবেন৷

প্রসঙ্গত,গত বছর প্রধানমন্ত্রী মোদী 'পরীক্ষা পে চর্চা'র চতুর্থ সংস্করণে অনলাইনে উপস্থিত হয়ে ছাত্রছাত্রদের মনোবল বাড়ানোর প্রচেষ্টা করেছিলেন৷ গতবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই অনাহূত কোভিডের কারণে যে ক্ষতি দেশের যুব সমাজের হচ্ছে তা অপূরণীয়৷ একটা গোটা বছর নষ্ট হল শিক্ষার্থীদের। তবে এটা সারা জীবনের একটা শিক্ষাও যে জীবন মাঝে মাঝে আমাদের এইরকম কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করায়৷

English summary
Modi will meet students in 'Parikhsa Pe Charcha' before high secondary exam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X