For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী হলেন ফ্রান্স আর রাহুল ক্রোয়েশিয়া, বিশ্বকাপ দিয়েই আস্থা ভোট ব্যাখ্যা এই শিবসেনা সাংসদের

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের মত জয়ী হলেও রাহুল গান্ধী রানার আপ ক্রোয়েশিয়ার মতই অনেক হৃদয় জিতে নিয়েছেন।

Google Oneindia Bengali News

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পরও আলোচনা যেমন বেশি হয়েছে ক্রোয়েশিয়াকে নিয়ে তেমনই মোদীও আস্থা ভোটে জিতলেও চর্চা হচ্ছে বেশি রাহুলকে নিয়েই। একসপ্তাহ আগে বিশ্বকাপ শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। এনডিএ-এর অন্যতম সঙ্গী শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবারের লোকসভার আস্থাভোটকে এভাবেই ব্যাখ্যা করলেন।

মোদী হলেন ফ্রান্স আর রাহুল ক্রোয়েশিয়া

শনিবার তিনি বলেন, 'ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ট্রফি জিতেছে। কিন্তু ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, তাতে তাদের খেলাই সবার মনে রয়ে গিয়েছে। একইভাবে এখন রাহুলকে নিয়ে চর্চা হচ্ছে। কেউ এরকম রাজনীতির খেলা খেললে একবারেই চার-পাঁচ ধাপ এগিয়ে যান'।

শুক্রবারের অনাস্থা আলোচনার বেশিরভাগ আলোটাই খেয়ে নিয়েছে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর আলিঙ্গন। যা নিয়ে সঞ্জয় রাউত শুক্রবারই বলেছিলেন, 'ওটা ঝাপ্পি নয় ঝটকা ছিল'। এদিন তিনি বলেন রাহুল প্রচার টানতে চেয়েছিলেন, এবং সেই কাজে তিনি সফল।

রাজ্যসভার এই সাংসদ আরও বলেন, রাহুলের এই নয়া অবতারের জন্য তাঁকে অভিনন্দন জানানো উচিত। মোদী ও রাহুলের তুলনায় যেতে তিনি রাজি নন। তবে তাঁর মতে মোদী লোক সভায় যে ভাষণ দিয়েছেন, সেরকমটা তাঁর মুখে প্রায়শই শোনা যায়। কিন্তু রাহুলকে এভাবে দেশ প্রথমবার শুনল। লোক তাই লোকসভায় সংখ্যার জোরে আস্থা ভোটে জিতলেও আদতে অনাস্তায় রাহুলেরই জয় দেখছেন এই শিবসেনা সাংসদ।

English summary
Shiv Sena spokesperson Sanjay Raut said Prime Minister Narendra Modi emerged victorious like France, but Rahul Gandhi won many hearts like runners-up Croatia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X