For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ডিজিটাল ভারতের ভাবনা কীভাবে বদলেছে লেনদেনের চিন্তাধারা

কেন্দ্রে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আর্থিক লেনদেনে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করেছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আর্থিক লেনদেনে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করেছে। যেভাবে সারা দেশে লেনদেনের ভাবনা ও ধরন বদলেছে তাতে কৃতিত্ব প্রাপ্য মোদী সরকারের। নতুন উপায়ে লেনদেন হওয়ায় নগদ লেনদেন অনেক কমে গিয়েছে।

মোদীর ডিজিটাল ভারতের ভাবনা কীভাবে বদলেছে লেনদেনের চিন্তাধারা

ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া প্রোগ্রাম, নোট বাতিল ইত্যাদি পদক্ষেপ ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিয়ে যেতে অনুঘটকের কাজ করেছে। নগদ লেনদেনকে আরও জনপ্রিয় করতে কেন্দ্র ডিজিটাল লেনদেনে অনেক ছাড় দিয়েছে।

ই-পেমেন্টের কারণে নগদহীন লেনদেন শুধু সহজই হয়নি, সরকারও সেই টাকার উপরে নজর রাখতে পারছে। যার ফলে কর ফাঁকি দেওয়া দূরহ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এর ফলে অনেক বেশি মানুষকে আয়করের আওতায় আনা সম্ভব হয়েছে। ফলে সরকারের রাজকোষে টাকা জমা পড়েছে।

বদলেছে লেনদেনের চিন্তাধারা

এছাড়া এখন মানুষকে আলাদা করে নগদ পকেটে নিয়ে ঘুরতে হয় না। ডেবিট ও ক্রেডিট কার্ড এছাড়া অন্যান্য নানা অনলাইন সুবিধা থাকায় এটিএমের লাইনেও ভিড় করতে হয় না। ফলে টাকা চুরি বা ডাকাতির ভয়ও আগের চেয়ে কমেছে।

ডিজিটাল লেনদেনে আগে চেয়ে ভারত অনেক উন্নতি করেছে। সিটিজেন্স টু গভর্মেন্ট, বিজনেস টু গভর্মেন্ট, গভর্মেন্ট টু বিজনেস লেনদেনে ভারত সবচেয়ে ভালো পারফর্ম করা দেশগুলির অন্যতম হয়ে উঠেছে।

মোদী সরকারের আমলে মোবাইল ট্যারিফের দামও বহুগুণ কমেছে। এখন প্রায় নিখরচে ডেটা পাঠিয়ে দেওয়া যাচ্ছে। ফলে লাভবান হয়েছে গ্রাহকরাই। নীতি আয়োগের তথ্য জানাচ্ছে, গতবছরে প্রতি মাসে ১৫০ কোটি জিবি ডেটা ট্রাফিক ভারতের গ্রাহকরা ব্যবহার করেছেন।

ডিজিটাল ইন্ডিয়া ২০১৫ সালের ১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন। এর সঙ্গে নানা সরকারি প্রকল্প যেমন উড়ান, উজ্জলা ছিল। ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সারা ভারতকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। প্রচুর কর্মসংস্থানের কথাও বলা হয়েছে।

English summary
Modi govt's digital India push, how it has changed the way we transact?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X