For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল হয়ে যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রক, মোদী সরকারের তীব্র সমালোচনা বিরোধীদের

বাতিল হয়ে যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রক, মোদী সরকারের তীব্র সমালোচনা বিরোধীদের

Google Oneindia Bengali News

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বাতিল করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে কেন্দ্র সরকার সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করে দিতে পারে। তবে সংখ্যালঘূদের বিষয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা এক থাকবে। কেন্দ্র সরকার নির্ধারিত সময় তা বাস্তবায়িত করবে বলেও সূত্রের খবর। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কংগ্রেস ও বিভিন্ন সংখ্যালঘু সংগঠন।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

সূত্রের খবর, ২০০৬ সালে ইউপিএ সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক প্রতিষ্ঠা করে। কিন্তু বিজেপি নেতৃত্বধীন এনডিএ সরকার মনে করে, সংখ্যালঘু বিষয়ক কোনও স্বাধীন মন্ত্রকের প্রয়োজন নেই। বিজেপির তরফে অভিযোগ ইউপিএ সরকার সংখ্যালঘুদের তোষণ করতে এই মন্ত্রক তৈরি করেছিল। মোদী সরকার বর্তমানে এই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন।

তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

কংগ্রেসের রাজ্যসভার সদস্য সৈয়দ নাসির হুসেন কেন্দ্র সরকারের প্রস্তাবিত এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ নিয়ে এসেছেন। তিনি বলেন, পৃথক ও স্বাধীন মন্ত্রকের উদ্দেশ্য ছিল সংখ্যালঘুদের বিষয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা। দেশের সংখ্যালঘুদের মূল ধারায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল এই মন্ত্রকের সাহায্যে। বিজেপি সরকার শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিটি সুযোগ ব্যবহার করছে। তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্র সরকার বলে তিনি মনে করছেন। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈন সম্পর্কিত সমস্যাগুলো আরও গুরুত্ব সহকারে দেখার জন্য এই মন্ত্রক তৈরি হয়েছিল। ইউপিএ সরকার সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ভেঙে সংখ্যালঘু বিষয়ক আলাদা একটি মন্ত্রক তৈরি করে।

জামায়াত-ই-ইসলামি হিন্দের প্রতিক্রিয়া

জামায়াত-ই-ইসলামি হিন্দের প্রতিক্রিয়া

জামায়াত-ই-ইসলামি হিন্দের সম্পাদক সৈয়দ তানভির আহমেদ বলেন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বাতিল করা আদতে সংবিধানের পরিপন্থী। এর ফলে দেশের উন্নয়নের সূচক ক্ষতিগ্রস্ত হবে। সরকারের উচিত সংখ্যালঘুদের উন্নয়নের জন্য আরও অর্থ বরাদ্দ করা। মন্ত্রককে শক্তিশালী করা প্রয়োজন ছিল। তার বদলে কেন্দ্র সরকার সেই মন্ত্রক বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা কখনই কাম্য নয়।

এনডিএ সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

এনডিএ সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

বিজেপি কেন্দ্রিক এনডিএ সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মন্ত্রী ছিলেন মুখতার আব্বাস নাকভি। তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। তারপর থেকে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি এই দায়িত্ব সামলাচ্ছেন। মু্খতার আব্বাস নাকভি মোদী সরকারের একমাত্র মুসলিম মুখ ছিলেন।

কর্ণাটকের উদ্দেশে রওনা সোনিয়া-প্রিয়াঙ্কার, যোগ দিতে পারেন ভারত জোড়ো যাত্রায়কর্ণাটকের উদ্দেশে রওনা সোনিয়া-প্রিয়াঙ্কার, যোগ দিতে পারেন ভারত জোড়ো যাত্রায়

English summary
Sources said that Ministry of Minority Affairs may be abolished
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X