৩ দিনের সফরে চীনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, আজই বৈঠক জিনপিংয়ের সঙ্গে
জিয়ান, ১৪ মে : ৩ দিনের সফরে চিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রথম গন্তব্য চীনের ঐতিহ্যবাহী শহর জিয়ান, যা রাষ্ট্রপতি জি জিনপিংয়ের শহরও বটে। ত্রিদেশীয় সফরের প্রথম ধাপে চীন সফর শেষ করে মোঙ্গোলিয়া যাবেন প্রধানমন্ত্রী সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়ে সফরের ইতি।
জি'য়ান জিয়ানইয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় স্বাগত জানানো হয়।

জিয়ানের টেরাকোটা যোদ্ধা যাদুঘর দিয়েই নিজের চায়না ভ্রমণ শুরু করেন প্রধানমন্ত্রী।
The Prime Minister viewing the exhibits at the Terracotta Warriors Museum. pic.twitter.com/UIdERnvjAL
— PMO India (@PMOIndia) May 14, 2015
আজ দুপুরেই রাষ্ট্রপতি জি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৬০ মিনিটের বৈঠকে অর্থনীতি ও শিল্পের প্রসারের উপরই জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে দুই এশীয় দেশের সীমান্তরেখা ও সীমান্তবর্তী সমস্যা নিয়ে কোনও আলোচনা আভাস নেই বলেই জানিয়েছেন দুই দেশেরই প্রতিনিধি দল।
Another photo of the PM viewing the exhibits at the Terracotta Warriors Museum. pic.twitter.com/ej1nmx2qfx
— PMO India (@PMOIndia) May 14, 2015
সম্ভবত চীনের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের চুক্তি সাক্ষর করতে পারে ভারত। এবং এই দুই দেশের পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাসকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে সংক্রান্ত ১০ টি গুরুত্বপূর্ণ চুক্তিও হওয়ার সম্ভাবনা রয়েছে।
PM Narendra Modi at Terracotta Warriors Museum in Xi'an, China
#ModiInChina pic.twitter.com/5Sv1piAE4n
— ANI (@ANI_news) May 14, 2015
এদিকে এক চীনা শিক্ষাবিদ জানিয়েছেন, পাকিস্তানকে নিয়ে ভারতের চিন্তা করার কিছু নেই। "চীনের জাতীয় সুরক্ষার জন্য পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনওই ভারতকে আক্রমণ করার জন্য নয়। "
PM Narendra Modi visits Daxingshan Temple in Xi'an, China #ModiInChina pic.twitter.com/iJC4uVTjMn
— ANI (@ANI_news) May 14, 2015