For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mission Shakti: ৩ মিনিটে ৩০০ কিলোমিটার দূরের স্যাটেলাইট গুঁড়িয়ে দেওয়ার নেপথ্য কাহিনি কী!

'মিশন শক্তি'কে সঙ্গে নিয়ে দেশ আরও একধাপ এগিয়ে গেল মহাকাশ ক্ষমতায়ণের দিকে। অ্যান্টি স্যাটেলাইট মিসাইলকে হাতিয়ার করে পৃথিবীপৃষ্ঠ থেকে ৩০০ কিলো মিটার দূরত্বে থাকা এলইও স্যাটেলাইটগুলিকে গুঁড়িয়ে দেয়

  • |
Google Oneindia Bengali News

'মিশন শক্তি'কে সঙ্গে নিয়ে দেশ আরও একধাপ এগিয়ে গেল মহাকাশ ক্ষমতায়ণের দিকে। অ্যান্টি স্যাটেলাইট মিসাইলকে হাতিয়ার করে পৃথিবীপৃষ্ঠ থেকে ৩০০ কিলো মিটার দূরত্বে থাকা এলইও স্যাটেলাইটগুলিকে গুঁড়িয়ে দেয় এই অভিযান। ভারতের পুরনো কিছু স্যাটেলাইটকে গুঁড়িয়ে দেওয়া হয় এই পরীক্ষামূলক অভিযানে। আকাশ ছাড়িয়ে মহাকাশের বুকে এই অসামান্য সাফল্যের নেপথ্যে কোন কাহিনি রয়েছে জেনে নেওয়া যাক।

কোড নাম কী ছিল?

জাতির উদ্দেশে ভাষণে এদিন গোটা দেশের কাছে 'মিশন শক্তি'র কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে 'মিশন শক্তি'ই ছিল ডিআরডিও-র গোপন 'কোড' যা এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের উৎক্ষেপণ অভিযানের জন্য ব্যবহার করা হয়।

'মিশন শক্তি' কোন স্যাটেলাইট গুঁড়িয়ে দেয়?

'মিশন শক্তি' কোন স্যাটেলাইট গুঁড়িয়ে দেয়?

জানানো হয়েছে লো আর্থ অরবিটে থাকা 'মাইক্রোস্যাট টিডি' ও 'মাইক্রোস্যাট আর' এই দুটির মধ্যে কোনও একটিকে ধ্বংস করা হয়েছে। এই দুটি স্যাটেলাইটই ডিআরডিও-র দ্বারা নির্মিত। এই গোটা অভিযানকে নিয়ন্ত্রিত অভিযানের তকমা দিয়েছে সরকার।

(গ্রাফিক্স: ইন্দ্রাণী সরকার)

প্রথম উৎক্ষেপণ কবে হয়?

প্রথম উৎক্ষেপণ কবে হয়?

প্রথমবার ১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার এই প্রযুক্তির ব্যবহার করে। এরপরবর্তী কালে রাশিয়া ও চিন সেই তালিকায় যুক্ত হয়। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এবার ভারতও মহাকাশে স্যাটেলাইট ধ্বংসকারী দেশ হিসাবে উঠে এল।

(গ্রাফিক্স: ইন্দ্রাণী সরকার)

কোনও আন্তর্জাতিক আইন ভাঙা হয়নি!

এই অ স্যাটের সফল উৎক্ষেপণের পর ভারতের ডিআরডিও এবং ইসরোকো অভিনন্দন জানান মোদী। পাশাপাশি তিনি জানান এই উৎক্ষেপণ কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি।

[আরও পড়ুন:মিশন শক্তি: ৩ মিনিটে ৩০০ কিলোমিটারে দূরের স্যাটেলাইট গুঁড়িয়ে দেওয়ার নেপথ্য কাহিনি কী! ][আরও পড়ুন:মিশন শক্তি: ৩ মিনিটে ৩০০ কিলোমিটারে দূরের স্যাটেলাইট গুঁড়িয়ে দেওয়ার নেপথ্য কাহিনি কী! ]

এই মিসাইল তৈরি করা চ্যালেঞ্জের..!

এই মিসাইল তৈরি করা চ্যালেঞ্জের..!

অনেক প্রতিরক্ষা বিষয়রক বিশেষজ্ঞদের মতে এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল তৈরি করা বেশ কঠিন। আর এদিন সেই মিসাইলের সফল পরীক্ষামূলক অভিযান চালিয়ে ভারত চিনের চোখ রাঙানিকে যেমন বার্তা দিয়েছে, তেমনই চিনের ছত্র ছায়ায় থাকা পাকিস্তানকেও উন্নয়নের দিক থেকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: মহাকাশে ৩ মিনিটে LEO স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে এ-স্যাট! এই 'এলইও' আসলে কী ][আরও পড়ুন: মহাকাশে ৩ মিনিটে LEO স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে এ-স্যাট! এই 'এলইও' আসলে কী ]

English summary
Mission Shakti, Know the how India teted anti satellite weapon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X