For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির ঘটনায় রায়ের পরেই বদলি বিচারপতি, নানা মহলে সমালোচনা

আইন ও বিচারমন্ত্রক বদলি করল বিচারপতি এস মুরলিধরকে।

  • |
Google Oneindia Bengali News

আইন ও বিচারমন্ত্রক বদলি করল বিচারপতি এস মুরলিধরকে। তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করে দেওয়া হয়েছে। বদলির আগে বুধবার তিনি দিল্লির হিংসা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন। তাঁর এই বদলিতে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি বিচারপতি এস মুরলিধর

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি বিচারপতি এস মুরলিধর

আইন ও বিচারমন্ত্রকের নির্দেশিকার বলা হয়েছে, সংবিধানের ২২২ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরে বিচারপতি এস মুরলিধরকে দিল্লি হাইকোর্ট থেকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করেছেন।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ

১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি এস মুরলিধরকে দিল্লি হাইকোর্ট থেকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলির সুপারিশ করেছিল।

বুধবারই দিল্লি পুলিশের সমালোচনা

বুধবারই দিল্লি পুলিশের সমালোচনা

বুধবারই দিল্লির হিংসা নিয়ে শুনানিতে বিচারপতি এস মুরলিধর দিল্লি পুলিশের কাজ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হলেও, কেন অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

বার অ্যাসোসিয়েশনের দাবি

বার অ্যাসোসিয়েশনের দাবি

এদিকে বিচারপতির বদলির নির্দেশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্দ অনেকেই। দিল্লি বার অ্যাসোসিয়েশনের দাবি বিচারপতির বদলির সুপারিশ ফিরিয় নেওয়া হোক। এর আগেও বিচারের সময় তাঁকে কড়া নির্দেশ দিতে দেখা গিয়েছিল। ১৯৮৭ সালে উত্তর প্রদেশে গণহত্যার ঘটনায় কড়া নির্দেশ উল্লেখযোগ্য। পাশাপাশি ১৯৮৪ সালে দিল্লিতে শিখ দাঙ্গার ঘটনায় কংগ্রেস নেতা সজ্জনকুমারকে হাজতবাসের নির্দেশ তিনি দিয়েছিলেন।

English summary
Ministry of Law and Justice transfers Justice S Muralidhar of Delhi High Court to P & H High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X