For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ২০টি জেলাতেই ৬৮ শতাংশ করোনা সংক্রমণ, জানাল স্বাস্থ্য মন্ত্রক

দেশের ২০টি জেলায় জেলাতেই ৬৮ শতাংশ করোনা সংক্রমণ, জানাল স্বাস্থ্য মন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

সোমবার থেকেই তৃতীয় দফার লকডাউন শুরু হচ্ছে গোটা দেশে। শেষ হবে ১৭ই মে। ইতিমধ্যেই দেশের প্রায় ১৩০ টি জেলাকে করোন ভাইরাস প্রাদুর্ভাবের জন্য রেড জোন হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। গ্রিন জোনের তালিকায় রয়েছে ৩৫৩টি জেলা। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির ২৮৪টি জেলাকে অরেঞ্জ জোনের আওতাভুক্ত করা হয়েছে।

২০টি জেলাতেই ৬৮ শতাংশ সংক্রমণ

২০টি জেলাতেই ৬৮ শতাংশ সংক্রমণ

পাশাপাশি তৃতীয় দফার লকডাউনেই একাধিক ক্ষেত্র গুলির জন্য আংশিক ছাড়ের ঘোষণা করা হয়েছে। কিন্তু উল্টোদিকে সংক্রমণের হার উত্তরোত্তর বেড়েই টলেছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের প্রায় ২০ টি জেলা থেকেই ৬৮ শতাংশ সংক্রমণের খবর মিলেছে। সোমবার মন্ত্রীপরিষদীয় সচিবের সভাপতিত্বে এক বৈঠকে রাজ্যের মুখ্য সচিবদের বলা হয়, এই ২০ টি জেলাতেই ৭২ শতাংশ মৃত্যুর ঘটনাও ঘটেছে।

শহুরে জেলা গুলিতেই সর্বাধিক মৃত্যু

শহুরে জেলা গুলিতেই সর্বাধিক মৃত্যু

সংক্রামিত জেলার বেশিরভাই দেশের শহর ও শহরতলিকে গুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই স্বাভাবিক ভাবে সেখানে মানুষের জনঘনত্বও অনেক বেশি। এই জেলাগুলিতে মুম্বই, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই এবং পুনে প্রভৃতি বড় শহর গুলিতেই সর্বাধিক করোনা আক্রান্ত রোগী মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা যাচ্ছে।

সংক্রমণের হার ভারতীয় গড়ের দ্বিগুণ

সংক্রমণের হার ভারতীয় গড়ের দ্বিগুণ

পাশাপাশি মুম্বই, আহমেদাবাদ, ইন্দোর, থানে, আগ্রা, কর্নুল এবং কলকাতা সহ নয়টি জেলায় করোনা সংক্রমণ সাড়া দেশের থেকে দ্বিগুন বলেও স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এই সমস্ত জেলা গুলিতে করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বলে জানা যাচ্ছে।

লকডাউন ৩.‌০:‌ রাজস্ব হ্রাস পাবে ৪০ শতাংশ, দেশ অর্থনৈতিকভাবে স্বাভাবিক হতে সময় নেবে এক বছরলকডাউন ৩.‌০:‌ রাজস্ব হ্রাস পাবে ৪০ শতাংশ, দেশ অর্থনৈতিকভাবে স্বাভাবিক হতে সময় নেবে এক বছর

English summary
ministry of health said 20 districts of the country have 68 percent of corona infections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X