For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সঙ্কটের মাঝেই কীভাবে চলবে অফিসের কাজ? নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

করোনা সঙ্কটের মাঝেই কী ভাবে চলবে অফিসের কাজ ? নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় দফা শেষ হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লকডাউন ৪.০। প্রায় দু'মাসের কাছাকাছি বন্ধ দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বন্ধ সরকারি বেসরকারি একাধিক অফিস। অন্যদিকে, দেশীয় অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় কিছু ক্ষেত্রে এই দফায় লকডাউন খানিক শিথিল করা হবে বলেও জানা যাচ্ছে। এদিন, স্বাস্থ্য মন্ত্রকের তরফেও করোনা প্রাদুর্ভাবের মাঝে কর্মক্ষেত্রগুলির জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।

কর্মক্ষেত্রে মেনে চলতে হবে আবশ্যিক কিছু বিধিনিষেধ

কর্মক্ষেত্রে মেনে চলতে হবে আবশ্যিক কিছু বিধিনিষেধ

এদিন স্বাস্থ্যমন্ত্রক করোনা প্রাদুর্ভাবের মধ্যেই কর্মক্ষেত্রগুলি চালানোর জন্য বেশ কিছু নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। যেমন, কর্মক্ষেত্রে সর্বদা এক মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার। এছাড়াও,হাতে নোংরা দৃশ্যমান না হলেও ঘনঘন স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যেস করার কথাও জানানো হয়েছে।

নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা করতে হবে

নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা করতে হবে

সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি অফিসের প্রতিটি কর্মচারীকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। হাঁচি কাশির সময় ব্যবহৃত রুমাল, টিস্যুগুলি যথাস্থানে ফেলার অভ্যেস করতে হবে। এছাড়াও, জ্বর, অসুস্থতায় ভুগছেন এমন কোনো ব্যক্তিকে অফিসে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।

রেডজোন ও কনটেন্টমেন্ট জোনের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা

রেডজোন ও কনটেন্টমেন্ট জোনের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা

কোনো কর্মচারী যদি রেডজোন বা কনটেন্টমেন্ট জোনের বাসিন্দা হন, তবে তাদের জন্য রয়েছে ওয়ার্ক ফ্রম হোমের বিশেষ সুবিধা। এছাড়াও, সন্দেহভাজন দুর্বল স্বাস্থ্যের ব্যক্তিরা এখনই যাতে কর্মক্ষেত্রে না আসেন, সেই বিষয়েও জারি রয়েছে কড়া নির্দেশিকা।

দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল

দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল

অন্যদিকে, লকডাউন ৪.০-এর মধ্যেই ভারতে ১ লক্ষ পার হল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪,৯৭০ জনের শরীরে নতুন করে মিলেছে করোনা ভাইরাসের নজির। এই নিয়ে সোমবার বিকেল পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,০১,১৩৯।

করোনা রুখতে ভ্যাকসিন নয়, চিনের নয়া 'ওষুধ'ই কাজ দেবে! আমেরিকার দাবির পর পেকিং ল্যাব থেকে নতুন বার্তাকরোনা রুখতে ভ্যাকসিন নয়, চিনের নয়া 'ওষুধ'ই কাজ দেবে! আমেরিকার দাবির পর পেকিং ল্যাব থেকে নতুন বার্তা

English summary
How will the office work in the midst of the Corona crisis? The Ministry of Health issued new guidelines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X