For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতে শুনানিতে বসল সুপ্রিম কোর্ট, কর্ণাটক ইস্যুতে চূড়ান্ত নাটক দিল্লিতে

মাঝরাতে টানটান উত্তেজনা নয়াদিল্লিতে। কর্ণাটকের মসনদে বিজেপি প্রার্থী বিএস ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রী হয়ে বসা আটকাতে কংগ্রেস আবেদন করল সুপ্রিম কোর্টে। মাঝরাতে আবেদনের শুনানি বসল সুপ্রিম কোর্টে।

  • |
Google Oneindia Bengali News

মাঝরাতে টানটান উত্তেজনা নয়াদিল্লিতে। কর্ণাটকের মসনদে বিজেপি প্রার্থী বিএস ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রী হয়ে বসা আটকাতে কংগ্রেস আবেদন করল সুপ্রিম কোর্টে। মাঝরাতে আবেদনের শুনানি বসল সুপ্রিম কোর্টে। সবমিলিয়ে বৃহস্পতিবার বিএস ইয়েদুরাপ্পার শপথগ্রহণের আগে চূড়ান্ত উত্তেজনা তৈরি হল দিল্লিতে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী হল দিল্লিতে।

আসরে কংগ্রেস

কর্ণাটকে রাজ্যপাল বাজুভাই বালা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা বলতেই আসরে নেমে পড়ল কংগ্রেস। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা জানিয়ে দেন, বিজেপিকে সরকার গঠন করতে ডেকে রাজ্যপাল নিজের পদকে কলঙ্কিত করেছেন। আমরা সব ধরনের আইনি পদ অনুসরণ করব। মানুষের আদালতে যাব।

কুমারস্বামীর ব্যাখ্যা

কর্ণাটকে বসে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এইচডি কুমারস্বামী বলেন, ১৫ দিন বিজেপিকে সময় দিয়ে রাজ্যপাল বিধায়ক কেনা-বেচাকেই প্রশ্রয় দিয়েছেন। এটা অসাংবিধানিক। আমরা অবশ্যই আমাদের ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করব।

পুলিশি নিরাপত্তায় ইয়েদুরাপ্পা

এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে কর্ণাটকে শপথ নিতে চলা বিএস ইয়েদুরাপ্পার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হল। কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

কংগ্রেস ও জেডিএস দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বাড়িতে হাজির হলেন কংগ্রেস নেতারা। এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছেও পিটিশন জমা করা হল।

সংবিধানের ব্যাখ্যা

সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপের ব্যাখ্যা হল, সংবিধান রাজ্যপালের হাতে প্রভূত ক্ষমতা দিয়ে রেখেছে। রাজ্যপাল নিজের পছন্দমতো প্রার্থীকে সরকার গঠনের আহ্বান জানাতেই পারেন। তবে সেই দল বা ব্যক্তিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অবস্থায় থাকতে হবে। কোনও সই করা কাগজে নয়, বিধানসভার ফ্লোরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

রেজিস্ট্রার পৌঁছলেন মিশ্রর বাড়িতে

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বাসভবনে পৌঁছলেন। সঙ্গে কংগ্রেস ও জেডিএসের দাখিল করা পিটিশন রয়েছে। কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আহ্বান জানানোর বিরুদ্ধেই আবেদন করা হয়েছে সেই পিটিশনে।

শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাত ১টা ৪৫ মিনিটে তিন বিচারপতির বেঞ্চ আবেদন শুনবে। তিন বিচারপতি হলেন একে সিকরি, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এসএ বোবদে।

কংগ্রেসের সওয়াল

কংগ্রেস ও জেডিএসের তরফে অভিষেক মনু সিংভি, সরকারের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা ও বিজেপির হয়ে মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছেন। কংগ্রেস বিজেপিকে সরকারে ডাকার রাজ্যপালের আহ্বানকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেছে।

সু্প্রিম কোর্টের না

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে ইয়েদুরাপ্পার শপথগ্রহণ আটকানো সম্ভব নয়। কংগ্রেসের আবেদনের প্রেক্ষিতে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

English summary
Midnight drama at Delhi, Supreme Court to hear the petition of Congress and JD(S) challenging Karnataka Governor's decision of allowing BS Yeddyurappa to take oath as CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X