For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষ্ণ-জন্মভূমি নিয়ে নতুন বিতর্ক, মসজিদের সার্ভে করার নির্দেশ মথুরা কোর্টের

কৃষ্ণ-জন্মভূমি নিয়ে নতুন বিতর্ক, মসজিদের সার্ভে করার নির্দেশ মথুরা কোর্টের

Google Oneindia Bengali News

জ্ঞানবাপী মসজিত বিতর্কের পর মাথাচারা দিয়েছে কৃষ্ণ জন্মভূমি বিতর্ক। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানের পাশেই তৈরি হয়েছে একটি ইদগাহ। সেটি সরিয়ে নেওয়ার দাবিতে আদালতে মামলা হয়েছে। অভিযোগ করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণজন্মভূমি রয়েছে সেখানে জোর করে জায়গা দখল করে সেটি তৈরি হয়েছে। এর আগে সেটি সেখানে ছিল না। এই নিয়ে মথুরা কোর্ট অবশেষে মসজিদটি সার্ভে করার নির্দেশ দিয়েছে। ২০২৩ সালের ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি সেদিন রিপোর্ট দিতে বলা হয়েছে।

কৃষ্ণ-জন্মভূমি নিয়ে নতুন বিতর্ক, মসজিদের সার্ভে করার নির্দেশ মথুরা কোর্টের

কাশী বিশ্বনাথ মন্জিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। সেই মামলায় জ্ঞানবাপি মসজিদের ভেতরে আসলে শিবমন্দির রয়েছে বলে দাবি করে অভিযোগ করা হয়েছে। তাতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ভিডিওগ্রাফি সার্ভ করেছে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। কিন্তি এখনও পর্যন্ত তার কোনও সমাধান সূত্র বেরোয়নি। হিন্দু সংগঠনের দাবি কাশীবিশ্বনাথ মন্দিরের পাশে তৈরি জ্ঞানবাপী মসজিদ আসলে একটি শিবমন্দির ছিল। সেখানে মুঘল শাসকরা জোর করে মসজিদ তৈরি করেেছ। সেই মসদিদের ভিতরে একটি কুয়ো রয়েছে তাতে শিবলিঙ্গ মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে হিন্দু সংগঠনের পক্ষ থেকে।

তারপরেই আবার মথুরায় কৃষ্ণজন্মভূমির পাশে তৈরি হওয়া মসজিদ সরানোর দাবিতে সরব হয়েছে এক হিন্দু সংগঠন। শনিবার সেই মামলার শুনানিতে মসজিদের পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে মথুরা কোর্ট। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তৈরি করিয়েছিলেন মসজিদটি। হিন্দুদের উপরে ইসলাম ধর্মের আধিপত্য বিস্তারের জন্যই এটি তৈরি করা হয়েছিল। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ঐতিহাসির অযোধ্যার বিতর্কের অবসান ঘটেছে। অযোধ্যার রাম মন্দিরের কাছে তরি বাবরি মসজিদ আসলে পরে জমি দখল করে মুঘল শাসকরা তৈরি করেছিল তা প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রমাণ হয়ে গিয়েছে। তারপরেই বারবি মসজিদ সরিয়ে সেখানে রাম মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর বাবরি মসজিদ তৈরির জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে।

বিজেপির ঘুম ছুটিয়ে প্রাক্তন মন্ত্রী গড়ছেন নতুন দল, কর্নাটক বিধানসভা নির্বাচনে পট-পরিবর্তনবিজেপির ঘুম ছুটিয়ে প্রাক্তন মন্ত্রী গড়ছেন নতুন দল, কর্নাটক বিধানসভা নির্বাচনে পট-পরিবর্তন

English summary
Mathura Court order to Survey on Masjid at Krishna Janmahumi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X