For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনের ঢেউ ত্রিপুরায়! নেতৃত্বে রাজপরিবারের সদস্য

নাগরিকত্ব বিল নিয়ে উত্তর-পূর্বে ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ত্রিপুরায়।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব বিল নিয়ে উত্তর-পূর্বে ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ত্রিপুরায়। দল, মত নির্বিশেষে এই বিলের বিরুদ্ধে হাত মিলিয়েছে আঞ্চলিক উপজাতি দলগুলি। যার নেতৃত্বে রয়েছেন রাজ পরিবারের সদস্য তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যোত মানিক্য দেব বর্মন।

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনের ঢেউ ত্রিপুরায়! নেতৃত্বে রাজপরিবারের সদস্য

ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস টেরিটোারিয়াল কাউন্সিলের সদর দফতর খুমুলং-এ চলছে এই বিক্ষোভ। সেখানেই হাজির ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যোত মানিক্য দেব বর্মন। এই বিক্ষোভে যোগ দিয়েছে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিলও।

বিক্ষোভ সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যোত মানিক্য দেব বর্মন বলেন পুরো ত্রিপুরাই এই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে। দিল্লির সরকার বিষয়টি নিয়ে ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। এই বিল সমাজকে ভাগ করবে বলে মনে করছেন তিনি। খুমুলং-এর সভায় প্রায় ১৫ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

সভাকে অরাজনৈতিক সভা বলে বর্ণনা করা হয়েছে স্থানীয় সূত্রে। সভায় ছিল না কোনও দলের পতাকা। প্রদ্যোত মানিক্য দেব বর্মন বলেন একটি সমাজের কোনও একটি অংশের লড়াই নয়, সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদীর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখায়। এমাসের শুরুতে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে উপজাতি গোষ্ঠীর ডাকা ১২ ঘন্টার বনধে উত্তপ্ত হয়েছিল ত্রিপুরার একাংশ। বনধে অংশ নিয়েছিল ত্রিপুরার বিজেপি সরকারের সহযোগী আইএনপিটিও। গুলি চালনায় ৬ জনের আহত হওয়ায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগও দাবি করেছিল তারা।

English summary
Massive Protests In Tripura Against Citizenship Bill Under Royal Scion Pradyot Manikya Deb Burman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X