For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুলমার্গে ভয়ঙ্কর তুষার ধস, ২ বিদেশী পর্যটকের মৃত্যু, উদ্ধার ২১ জন

গুলমার্গের স্কি রিসর্টে ভয়াবহ তুষার ধসে ২ বিেদশী পর্যটকের মৃত্যু

Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই কাশ্নীরের আবহাওয়া ভাল যাচ্ছে না। ভীষণভাবে তুষারপাত হচ্ছে। বুধবার হঠাৎই কাশ্মীরের গুলমার্গে স্কি রিসর্টের কাছে তুষার ধস নামে। সেখানে ২ বিদেশী পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এরা ২ জনই পোল্যান্ডের বাসিন্দা। শীতকালে গুলমার্গের এই জায়গাটিতে স্কি করতে আসেন অনেক পর্যটক। সেকারণে ভিড় ছিল এখানে। তুষার ধসের সময় অনেকেই সেখানে স্কেটিং করছিলেন। হঠাৎই তুষার ধস নেমে আসে।

২ বিদেশী পর্যটকের মৃত্যু, উদ্ধার ২১ জন

২১ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি নো গো জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে আফারত পিক থেয়ে তুষার ধস নামে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে বারামুল্লা থানার পুলিশ উদ্ধারকাজ শুরু করে। ভিডিওতে দেখা গিয়েছে স্কেটিং করছিলেন সেখানে সেসময় অনেকে। তখনই হঠাৎ করে তুষার ধস নামে। পর্যটকরা পালাতে শুরু করেছিলেন সেসময় চোখের পলকে বড় বড় বরফের চাঙর তাঁদের নিয়ে নামতে শুরু করে।

বারামুল্লা জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছে গুজমার্গের জনপ্রিয় স্কি পয়েন্ট আফাওয়াত পিক থেকে গতকাল দুপুরে হঠাৎ করে তুষার ধস নামে। সেসময় সেখানে অসংখ্য পর্যটক স্কি করছিলেন। বিদেশীদের সঙ্গে ভারতীয়রাও ছিলেন। সকালেই স্কি করতে অফরাত িপকে গিয়েছিলেন তিনটি দল। ২১ জন পর্যটক ছিলেন তাতে। ২১ জন বিদেশী পর্যটক এবং ২ জন গাইড ছিলেন। দুপুর ১২টা নাগাদ শুরু হয়েছিল তুষার ধস। কেবল কারে করে পর্যটকদের সেখান থেকে উদ্ধার করা হয়। দুই পোলিশ নাগরিকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৬ রুশ পর্যটককে উদ্ধার করা হয়েছে। ১০ জন পোলিশ পর্যটককেও উদ্ধার করা হয়েছে।

English summary
Avalanche hits Gulmarg in Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X