For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাইলে দেশের দশ ধনকুবের ভারতের সমস্ত শিশুর শিক্ষার ভার নিতে পারেন সহজেই, বলছে সমীক্ষা

চাইলে দেশের দশ ধনকুবের ভারতের সমস্ত শিশুর শিক্ষার ভার নিতে পারেন সহজেই, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

কোভিড পরিস্থিতির সময় গত বছর দেশের অনেক ধনকুবেররা সাহায্য করেছিলেন। তাঁদের সংখ্যা ৩৯ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪২ এ। একটি গবেষণায় দেখা গেছে, ২৫ বছর ধরে স্কুল ও উচ্চশিক্ষার জন্য দেশের ১০ টি ধনীর সম্পদই যথেষ্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনলাইন দাভোস অ্যাজেন্ডা প্রথম দিনের সম্মেলনে কিছু সমীক্ষার কথা তুলে ধরলেন।

সমীক্ষায় কী দেখা গেল

সমীক্ষায় কী দেখা গেল

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনলাইন দাভোস অ্যাজেন্ডা সম্মেলনের প্রথম দিনে অক্সফাম ইন্ডিয়া বলেছে, দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ১০ শতাংশ ধনকুবেরের ১ শতাংশ ট্যাক্স ভারতে ১৭.৭ লক্ষ কোভিডের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে সক্ষম। ভারতের ৯৮ টি ধনকুবেরের পরিবারের যা সম্পত্তি তা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতকে সাত বছরেরও বেশি চালাতে সক্ষম।

 কতজন ধনী ব্যক্তি সাহায্য করেছিলেন

কতজন ধনী ব্যক্তি সাহায্য করেছিলেন

২০২১ সালের করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের জন্য অনেক হাহাকার দেখা গিয়েছিল। সেই সময় দেশকে সাহায্য করেছিল অনেক ধনকুবের। অক্সফামের দেওয়া রিপোর্ট অনুয়ায়ী দেখা গিয়েছে, ১৪২ জন ভারতীয় ধনকুবেরের সম্মিলিত সম্পদ হল ৭১৯ বিলিয়ন ( ৫৩ লক্ষ কোটির বেশি)। তাঁদের মধ্যে সবচেয়ে ধনী ৯৮ জনের সম্পত্তির পরিমাণ ৬৫৭ বিলিয়ন (৪৯ লক্ষ কোটি)। যা বর্তমানে ৫৫.৫ কোটি মানুষের সম্পত্তির সমান।

 সম্পত্তির পরিমাণ কত

সম্পত্তির পরিমাণ কত

যদি দেশের ১০ টি ধনকুবের প্রতিদিন ১ মিলিয়ন ডলার খরচ করেন তাহলে তাঁদের সম্পত্তি শেষ হতে ৮৪ বছর সময় লাগবে। যেখানে বহু লোকের বছরের সম্পদের ট্যাক্স ৭৮.৩ বিলিয়ন দিতে হয়। সরকারি স্বাস্থ্য বাজেট অনুয়ায়ী জানা গিয়েছে, দেশের ধনী ব্যক্তিদের যদি প্রতি নিয়ত ২৭১ শতাংশ বাদ দেওয়া হয় এবং স্বাস্থ্য বাজেটের ক্ষেত্রে ৩০.৫ বিলিয়ন বাদ দেওয়া হয়।

 কোন কোন দিকে বিশেষ জোর দেওয়া হবে

কোন কোন দিকে বিশেষ জোর দেওয়া হবে

উল্লেখ্যযোগ্য বলা হয়, করোনার কারণে গত বছর একটি স্বাস্থ্য সংকট দেখা দিয়ে দিয়েছিল। ধনী ব্যক্তিদের সাহায্যই অনেক সুরাহা হয়েছিল। অক্সফাম মারফত জানা গিয়েছে, ধনকুবেররা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার ওপর অনেক সাহায্য করেছেন। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য যথেস্ট সাহায্য করেছে দেশের ধনী ব্যক্তিরা।

সমীক্ষায় দেখা গিয়েছে, সরকারকে রাজস্ব উৎপাদনের প্রাথমিক উত্সগুলি পুনর্বিবেচনা করার জন্য এবং ট্যাক্সের জন্য ও কাঠামোগত সমস্যাগুলির মূল্যায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

অক্সফাম কী জানাল

অক্সফাম কী জানাল

অক্সফাম সূত্রে জানা গিয়েছে, ভারতের ধনী ব্যক্তিদের থেকে অস্থায়ী এক শতাংশ ট্যাক্স আরোপ করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগের ওপর নির্ভর করে তাঁদের সম্পদের বন্টন করার আহ্বান জানাই। অক্সফাম বলে,কোভিডের কারণে ২৮ শতাংশ মহিলা চাকরি হারিয়েছেন। ২০২১ সালের দেশের বাজেটের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের ১০ জন ধনকুবেবের মোট সম্পত্তির অর্ধেকের কম। ১০ কোটি ব্যক্তির ওপর ২% ট্যাক্স বাড়তে পারে বলে জানানো হয়।

১০০ জন ধনকুবের মোট সম্পত্তি ৩৬৫ বছরেরে মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরির জন্য জাতীয় গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পে সক্ষম বলে মনে করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৯৮ টি ধনী পরিবারের ৪ শতাংশ ট্যাক্স ২ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে সাহায্য করতে পারবে।

সমীক্ষায় কী দেখা গেল

সমীক্ষায় কী দেখা গেল

সমীক্ষায় দেখা গেছে, ৯৮ জন ধনকুবের সম্পত্তির ১ শতাংশ শিক্ষামন্ত্রকের আওতায় যদি পড়ে তাহলে তাঁর অধীনে স্কুলের ও সাক্ষরতা বিভাগের অনেক যত্ন নিতে পারবে। ধনী ব্যক্তিদের সম্পত্তির ৪% ওপর ভিত্তি করে ১৭ বছরের জন্য ভারতের মিড-ডে-মিল বা ৬ বছরের জন্য সমগ্র শিক্ষা অভিযানে সক্ষম হবে। তাছাড়া সক্ষম হবে অঙ্গনওয়াড়ি পরিষেবা, কিশোরীদের জন্য স্কিম এবং জাতীয় ক্রেচ স্কিমে অন্তর্ভুক্ত করতে।

English summary
Many of the country's richest people helped last year during the Covid situation. Their number has increased from 39 percent to 142.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X