নিজের দুই গার্লফ্রেন্ডকেই একসঙ্গে বিয়ে করে ফেললেন যুবক! কেন জানেন
একই সঙ্গে পাশে দুই গার্লফ্রেন্ড কে নিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন যুবক। পাঠ হল মন্ত্র। সম্পন্ন হল বিয়ের যাবতীয় পরম্পরা। আর একসঙ্গে দুই স্ত্রীকে আপন করে নিলেন যুবক। ঠিক এতটাই সহজভাবে ঘটে গেল একটা বিয়ে! ঘটনা যদিও এদেশের নয়, ইন্দোনেশিয়ার।

(ছবি সৌজন্য- ফেসবুক)
প্রশ্ন স্বভাবতই উঠতে পারে, যে কেন ওই ব্যক্তি তাঁর দুজন গার্লফ্রেন্ডকে একসঙ্গে বিয়ে করে নিলেন? যার উত্তর হল, দুই গার্লফ্রন্ডের মধ্যে কোনো একজনও যেন 'দুঃখ' না পেয়ে যান, তার জন্য একই সঙ্গে দু'জনকেই বিয়ে করে ফেলেন যুবক। ঘটনা ঘটেছিল ১৭ অগাস্ট। আর এই আজব বিয়ের কাণ্ড ফেসবুকে পোস্ট করেন জনৈক এক মহিলা। এরপর থেকে দই গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ের ঘটনা ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার বহু বিবাহ প্রচলিত। আইন অনুযায়ী সেখানে একজন পুরুষের সর্বোচ্চ ৪ জন স্ত্রী থাকতে পারে। তবে এই বিয়ের ক্ষেত্রে যুবক নিজেই জানিয়েছেন, কোনও একজন গার্লফ্রেন্ড দুঃখ পাবেন, এটা তিনি মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই এমন বিয়ে।
[আরও পড়ুন:প্রয়াত দেশের প্রথম মহিলা ডিজিপি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য! ছিলেন রাজনীতিতেও]