For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্ক এড়াতে মল্লিকার গায়ের কাপড় তেরঙা থেকে দোরঙা হল!

Google Oneindia Bengali News

বিতর্ক এড়াতে মল্লিকার গায়ের কাপড় তেরঙা থেকে দোরঙা হল!
মুম্বই, ১৯ অগস্ট : বিতর্কিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের আসন্ন ডার্টি পিকচার ছবি নিয়ে ইতিমধ্যে জল ঘোলা হয়েছে বহু। মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। সমস্যার সমাধানে তাই এবার ডার্টি পিকচারের পোস্টারে মল্লিকার গায়ে যে তেরঙা কাপড় দেখা গিয়েছে তা বদলে দোরঙা করার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতা।

'ডার্টি পলিটিকস'-ছবির বিতর্কিত একটি পোস্টারেদেখা গিয়েছে নগ্ন দেহে শুধুমাত্র তেরঙ্গা জড়িয়ে রেখেছেন মল্লিকা। এই ছবির একটি পোস্টার দেখা যাচ্ছে রাজস্থান বিধানসভার সামনে একটি লালবাতি লাগানো অ্যাম্বাসাডার গাড়ির উপর বসে রয়েছেন তিনি। এক হাতে একটি সিডি এবং পরণে শুধুমাত্র গেরুয়া-সাদা-সবুজ তেরঙা। আর তার জেরেই যত বিপদ। জাতীয় পতাকার অবমাননার দায়ে রীতিমতো মামলা কোর্টে গড়িয়েছে।

আরও পড়ুন : ছবির পোস্টারে নগ্ন দেহে তেরঙা জড়িয়ে হাই কোর্টের নোটিশ পেলেন মল্লিকা শেরওয়াত

এই পোস্টারটি নিষিদ্ধ করার দাবিও ওঠে। আর সেই কারণেই ডার্টি পলিটিক্স-এর নির্মাতারা পোস্টারটি নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই পোস্টারে তেরঙার বদলে দোরঙার ব্যবহার করা হবে বিতর্ক এড়াতে।

যদিও বিষয়টিতে বেশ ক্ষুণ্ণ কে সি বোকাডিয়া। তিনি জানিয়েছেন, মহিলাদের ফ্যাশনেও আজকাল তেরঙার ব্যবহার দেখা যায়। তা নিয়ে কোনও বিতর্ক হয় না। মল্লিকা শেরাওয়াত পড়েছেন বলে এত প্রতিবাদ, বিক্ষোভ, চেঁচামিচি। তাঁর দাবি, পাবলিক ডোমেন এই পোস্টারটি আমরা ইচ্ছাকৃত দিইনি। ছবিটি ফাঁস হয়ে গিয়েছে। ফার্স্ট লুকের জন্য তেরঙা ও দোরঙা দুটিতেই আমরা শুট করেছিলাম। এখন প্রচারে শুধু দোরঙাটাই ব্যবহার করা হবে।

English summary
Mallika Sherawat's Costume To Be Bi-colour From Tri-colour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X