For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাঘ ঘাস খায় না', কংগ্রেসের দিকে শিবসেনার ঝোঁকা প্রসঙ্গ উঠতেই বিজেপি নেতা যা বললেন

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে বিজেপি প্রধান অমিত শাহ যে 'ফিফটি ফিফটি' সমঝোতার আশ্বাস দিয়েছেন, তা ভোটের পরও কার্যকর করতে হবে। এমনই দাবি নিয়ে মহারাষ্ট্রে এবার বিজেপির কাছ থেকে 'লিখিত' দাবি করছে উদ্ধব ঠাকরে শিবির। এদিকে, গোটা মহারাষ্ট্র জুড়ে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা হোক, এমন দাবি তুলে শ'য়ে শ'য়ে পোস্টার পড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি নেতার টিপ্পনি রীতিমতো তাক লাগাচ্ছে।

শিবসেনা অনড়

শিবসেনা অনড়


নিজের 'ফিফটি ফিফটি' প্রেশার গেম-এ একই রকমের অনড় অবস্থান শিবসেনার। সেনা পক্ষের দাবি মারাঠা রাজনীতিতে এমনই জটিল পরিস্থিতি তৈরি করেছে, যে অনেকেই মনে করছেন যে এর ফলে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের তত্ত্ব না উঠে আসে। এদিকে, এমন জটিল অবস্থার মধ্যেই শিবসেনা চেয়ে বসেছে ফিফটি-ফিফটির 'লিখিত'।

 বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রিত্ব দেওয়া নিয়ে শিবসেনা যেমন সর্বতো চেষ্টা চালাচ্ছে, তেমনই মারাঠা মন্ত্রিসভায় ফিফটি-ফিফটি আসন নিয়েও শিবসেনার অবস্থান একই। এমন পরিস্থিতিতে শিবসেনা কি আদৌ ঝুঁকবে কংগ্রেসের দিকে? এ প্রশ্নের জবাবে বিজেপি নেতা মুগানিত্বরের কটাক্ষ, 'বাঘ কখনও ঘাস খায় না।আমরা একসঙ্গে লড়াই করেছি, আর একসঙ্গেই সরকার গঠন করব। '

 'কিং মেকার' শিবসেনা!

'কিং মেকার' শিবসেনা!


এই মুহূর্তে শিবসেনা মহারাষ্ট্রে কিং মেকারের আসনে। যেদিকেই উদ্ধব শিবির ঝুঁকবে সেই দিকেই রয়েছে সরকার গড়বার সুযোগ। তবে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে শিবসেনার আসন কমেছে। তেমনই কমেছে বিজেপির আসন। ২০১৪ সালের তুলনায় বিজেপি মহারাষ্ট্রে ২ শতাংশ আসন হারিয়েছে।

 সেনা-বিজেপি অন্দর মহলের খবর

সেনা-বিজেপি অন্দর মহলের খবর


দেবেন্দ্র ফড়নবীশ শিবিরের তরফে আদিত্যকে মুখ্যমন্ত্রিত্ব দেওয়া থেকে সমস্ত রকমের রাস্তা বন্ধের পরিক্লপনাা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে , মন্তিরত্ববণ্টন নিয়ে বাল ঠাকরের প্রতিষ্ঠিত ঠাকরে বাসভূমি 'মাতশ্রী'তে বসেছে রাজনৈতিক অঙ্কের আসর। এর আগে ২০১৪ সালে মন্ত্রিত্ব বন্টণের ক্ষেত্রে বিধায়কদের সংখ্যার অনুপাতের ফর্মুলা গ্রহণ করেছিল বিজেপি-সেনা জোট। প্রতিটি ১২ জন বিধায়কের জন্য একজন করে পূর্ণ মন্ত্রী ও ৬ জন বিধায়কের জন্য থাকবে একজন করে জুনিয়র মন্ত্রী। এই সমীকরণেই মন্ত্রিসভা গঠন করে পাঁচ বছর সরকার চালান দেবেন্দ্র ফড়নবীশ। এই বারও বিজেপি সেই ফর্মুলায় সরকার গঠনের কথা বলছে।

English summary
Maharashtra: Shivsena wants fifty fifty written assurance, BJP refuts sena's patch with Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X