For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহের মধ্যেই মহারাষ্ট্রের বিধানসভা কাউন্সিলের নির্বাচন করানোর অনুরোধ রাজ্যপালের

করোনা আবহেই গদি বাঁচাতে মরিয়া উদ্ধব ঠাকরে। কারণ হিসেব মত ২৮ মে-র মধ্যে তাঁকে নির্বাচিত হয়ে আসার কথা।

Google Oneindia Bengali News

করোনা আবহেই গদি বাঁচাতে মরিয়া উদ্ধব ঠাকরে। কারণ হিসেব মত ২৮ মে-র মধ্যে তাঁকে নির্বাচিত হয়ে আসার কথা। কিন্তু করোনা সংকট থাবা বসাতে সেসব প্রায় লাটে ওঠার জোগার। পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি। তাতে অনুমতি দিয়েছেন। তারপরেই মহারাষ্ট্রের রাজ্যপাল নির্বাচন কমিশনকে নির্বাচনের দিন ঘোষণা করার অনুরোধ জানান।

গদি বাঁচাতে মরিয়া চেষ্টা উদ্ধবের

গদি বাঁচাতে মরিয়া চেষ্টা উদ্ধবের

একদিকে করোনা ভাইরাসের থাবা অন্য দিকে গদি যায় যায় অবস্থা। মে মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে না পারলে পদত্যাগ করতে হবে উদ্ধব ঠাকরেকে। এমনই শিরে সংক্রান্তি অবস্থা তৈরি হয়েছে তাঁর। কারণ বিধানসভা ভোেট প্রতিদ্বন্দ্বিতা করেননি উদ্ধব। কিন্তু করোনা ভাইরাসের সংক্রণ যেভবে বাড়ছে মহারাষ্ট্রে তাতে নির্বাচন করানো করটা সম্ভব হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন উদ্ধব। বিধানসভার উচ্চকক্ষে অথবা বিধানসভা কাউন্সিলের নির্বাচন করানোর অনুমতি চেয়ে ফোন করেন তিনি।

 রাজ্যপালের অনুরোধ

রাজ্যপালের অনুরোধ

মোদীকে ফোন করার পরেই রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে বিধানসভা কাউন্সিলের ভোট করানোর দিনক্ষণ ঘোষণার অনুরোধ জানিয়েছেন। রাজ্যের ৯টি বিধানসভা কাউন্সিলের আসন ফাঁকা পড়ে রয়েছে। এই ৯টি বিধানসভা কাউন্সিলে অবিলম্বে নির্বাচন করানোর অনুরোধ জানিয়েছেন তিনি। নির্দিষ্ট গাইডলাইন মেনেই নির্বাচন করানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

 করোনা সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে

করোনা সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে

ভারতের করোনা সংক্রামিত রাজ্য গুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে হিমসিম অবস্থা উদ্ধব প্রশাসনের। মুখ্যমন্ত্রীর বাসভবনের দুই পুিলসকর্মীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও উদ্ধব সেখানে থাকেননা বলে বিপদ কম। তবে সেখানে যাবতীয় বৈঠক করেন তিনি।

English summary
Maharashtra Governor request for 9 Lagislativ council election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X