For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগেই বিজেপি পথ 'বদল'! নতুন সিদ্ধান্তে সিলমোহর

শেষ পর্যন্ত সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিতেই হল মহারাষ্ট্র সরকারকে। মারাঠা সম্প্রদায়ের মধ্যে পিছিয়ে পড়াদের জন্য চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত মহারাষ্ট্র বিধানসভায় পাশ।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিতেই হল মহারাষ্ট্র সরকারকে। মারাঠা সম্প্রদায়ের মধ্যে পিছিয়ে পড়াদের জন্য চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় পাশ হয়েছে।

 লোকসভার আগেই বিজেপি পথ বদল! নতুন সিদ্ধান্তে সিলমোহর

মহারাষ্ট্র বিধানসভা এবং বিধান পরিষদের সর্বসম্মতিতে এদিন পাশ হয়ে গিয়েছে মারাঠা সংরক্ষণ বিল। কোনও বাধা ছাড়াই যাতে এই বিল পাশ করানো যায় সেই জন্য শিবসেনা এবং বিজেপির তরফ থেকে বিধায়কদের ওপর হুইপ জারি করা হয়েছিল।

এর আগে দিনের শুরুতে মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেন, তারা মারাঠা সংরক্ষণ নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। এদিনই বিলটি আনা হচ্ছে। কিন্তু ধানগার সংরক্ষণ নিয়ে পুরো রিপোর্ট তারা পাননি।

পূর্বের কংগ্রেস ও এনসিপি সরকার চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ শতাংশ সংরক্ষণ চালু করেছিল। কিন্তু বম্বে হাইকোর্টের স্থগিতাদেশে তা বাধা পায়।

মহারাষ্ট্র সরকার গত সপ্তাহে স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রিপোর্ট খতিয়ে দেখতে ক্যাবিনেট সাব কমিটি গঠন করে। ১৫ নভেম্বর চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মারাঠাদের সংরক্ষণ দেওয়া নিয়ে রিপোর্ট জমা পড়ে। ১৮ নভেম্বর যা ক্যাবিনেটে অনুমোদনও পায়।

রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র সরকার নতুন ক্যাটেগরির অধীনে মারাঠাদের সংরক্ষণ দিতে চেয়েছিল। সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস। এমনভাবে এই সংরক্ষণের বন্দোবস্ত করা হয়েছে, যাতে তফশিলি জাতি, উপজাতি কিংবা ওবিসিদের সংরক্ষণে কোনও প্রভাব পড়বে না।

English summary
Maharashtra government approves 16% quota for Maratha community
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X