বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুরসভায় পাস হল সিএএ, এনআরসি বিরোধী প্রস্তাব
সিএএ, এনআরসি নিয়ে শাসক দলেই মতবিরোধ প্রকাশ্যে চলে আসছে। মহারাষ্ট্রের বিজেপি শাসিত পুরসভায় পাস হল সিএএ, এনআরসি বিরোধী প্রস্তাব। বিজেপি বিরোধী মহারাষ্ট্র সরকার কিন্তু এখনও এই নিয়ে কোনও সুর্নিষ্ট সিদ্ধান্তের কথা জানায়নি।

বিজেপি শাসিত পুরসভাতেই সিএএ বিরোধী প্রস্তাব
সিএএ এবং এনআরসি নিয়ে যে দলের অন্দরেই তৈরি হয়েছে মত বিরোধ তা প্রকাশ্যে এসে গেল। বড় পদক্ষেপ করল মহারাষ্ট্রের প্রভানি জেলার বিজেপি শাসিত সেলু পুরসভা। সব কাউন্সিলরদের সম্মতিতেই পুরসভায় পাস করেছে সিএএ এবং এনআরসি বিরোধী প্রস্তাব। কর্পোরেশনের চেয়ারম্যান বিনোদ ভরাডে জানিয়েছেন, মোট ২৭ জন কাউন্সিলরের সর্বসম্মতিতেই প্রস্তাবটি পাস হয়েছে। কেউ কোনও বিরোধিতা করেননি।

বিরোধীদের দাবি মেনেই প্রস্তাব পাস
সেলু পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এনসিপি এবং কংগ্রেস কাউন্সিলররাই প্রথমে এই প্রস্তাব পাস করানোর দাবি জানিয়েছিলেন। সেটাকে গুরুত্ব দিয়েই ২ দিন আগে সর্বদল বৈঠক করা হয়। সেখানেই সকলে এই সিদ্ধান্তে সম্মতি জানান। তার পরেই প্রস্তাবটি পাস করানো হয়।

একাধিক অবিজেপি রাজ্য পাস হয়েছে প্রস্তাব
এই প্রথম বিজেপি শাসিত কোনও পুরসভায় এই ঐতিহাসিক পদক্ষেপ করল। এর আগে অবিজেপি রাজ্যগুলি এই প্রস্তাব পাস করেছে। কেরল, পাঞ্জাব, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থানে পাস হয়ে গিয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। তেলঙ্গানাও সেই প্রস্তাব পাস করানোর সিদ্ধান্ত নিয়েছে।
উত্তাল পরিস্থিতিতে দলীয় সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী, বিরোধীদের তোপ দেগে কী পরামর্শ দিলেন মোদী?