For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ বছরে সর্বাধিক কম বাজেট বরাদ্দ শিক্ষাক্ষেত্রে, বঞ্চিত উচ্চশিক্ষাও

৩ বছরে সর্বাধিক কম বাজেট বরাদ্দ শিক্ষাক্ষেত্রে, বঞ্চিত উচ্চশিক্ষাও

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরু থেকেই বাজেট নিয়ে প্রত্যাশার পারদ চড়লেও আম-আদমির বিশেষ আশা পূরণ করতে পারলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এমনকী শিক্ষাক্ষেত্রেও কমলো বরাদ্দ। যা গত তিন বছরের মধ্যে সব থেকে কম বলে জানা যাচ্ছে। এদিকে করোনা ধাক্কা বিধ্বস্ত দেশের শিক্ষা ব্যবস্থা। এমতাবস্থায় শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হ্রাস নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহলে।

৬.১৩ শতাংশ কমলো বাজেট বরাদ্দ

৬.১৩ শতাংশ কমলো বাজেট বরাদ্দ

গত বছরের তুলনায় প্রায় ৬.১৩% বাজেট বরাদ্দ কমানো হল শিক্ষাখাতে।এদিকে গত বছরে শিক্ষাখাতে বাজেট বরাদ্দের মোট পরিমাণ ছিল ৯৯ হাজার ৩১২ কোটি টাকা। এ বছরের বাজেট তা কমে হয়েছে ৯৩ হাজার ২২৪ কোটি টাকা। সহজ কথায় শিক্ষাক্ষত্রে প্রায় ৬ হাজার ৭৬ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে শিক্ষাক্ষএে।

 তফশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের শিক্ষায় জোর

তফশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের শিক্ষায় জোর

এর মধ্যে শুধুমাত্র স্কুল শিক্ষার জন্য ব্যয় হতে চলেছে ৫ হাজার কোটি। যদিও উচ্চশিক্ষার জন্য গত বছরের তুলনায় বরাদ্দের পরিমাণ ১ কোটি টাকা কমিয়ে ৩৮ হাজার ৩৫০ কোটি করা হয়েছে।তবে এবারের বাজেটে ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেবলমাত্র তফশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য।

 মিড ডে মিলে বাড়ল বাজেট বরাদ্দ

মিড ডে মিলে বাড়ল বাজেট বরাদ্দ

অন্যদিকে মিড ডে মিল প্রকল্পে বাজেট বরাদ্দ গত বারের তুলনায় ৫০০ কোটি কোটি টাকা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। ২০২১-২২ অর্থবর্ষে এই পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৫০০ কোটি টাকা।কেন্দ্রীয় বিদ্যালয় এবং নভোদায়া বিদ্যালয়ের মতো কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য বরাদ্দও বেড়েছে যথাক্রমে ১,২৪৪ কোটি এবং ৫০০ কোটি টাকা।

খোলা হবে ১০০টি নয়া সৈনিক স্কুল

খোলা হবে ১০০টি নয়া সৈনিক স্কুল

পাশাপাশি দেশে প্রায় ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি করা হবে বলে জানা যাচ্ছে৷ অন্যদিকে আদিবাসী এলাকায় ৭৫৮টি একলব্য স্কুল খোলা হবে৷ একইসাথে নতুন শিক্ষানীতির পাশাপাশি এবার উচ্চশিক্ষা কমিশনও গড়তে চলেছে কেন্দ্রীয় সরকার। এই উচ্চ শিক্ষা কমিশন শিক্ষার মান বজায় রাখা, উন্নয়ন, রেগুলেশন এবং তহবিলের বিষয়টি পর্যালোচনা করবে বলেও জানাচ্ছে সরকার।

কৃষকদের রুখতে অভিনব পন্থা কেন্দ্রের! আন্দোলনকারী ভর্তি একাধিক ট্রেনের 'রুট বদল'কৃষকদের রুখতে অভিনব পন্থা কেন্দ্রের! আন্দোলনকারী ভর্তি একাধিক ট্রেনের 'রুট বদল'

English summary
In the midst of the Corona recession, the budget allocation for education is about Rs 6,000 crore less than last time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X