For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রামের বনবাসও শেষ হয়,..পরিস্থিতি খারাপ', বক্তব্য পেশ করে মোদীর ইস্তফার দাবিতে সরব শিবসেনা

'রামের বনবাসও শেষ হয়,..পরিস্থিতি খারাপ' , বক্তব্য পেশ করে মোদীর ইস্তফার দাবিতে সরব শিবসেনা

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের ২০১৯ সালের বিধানসবা নির্বাতনের পর থেকেই চিরকালীন সঙ্গী বিজেপির সঙ্গে দবরত্ব বাড়াতে থাকে শিবসেনা। মারাঠি তখত নিজের দখলে করতেই সেই দূরত্ব সংঘাতের রূপে পরিণত হয়। এককালে যে মোদীকে 'উদ্ধবের বড় ভাই 'বলে আখ্যা দিয়েছিলেন শিবসেনার সঞ্জয় রাউত। সেই সঞ্জয় রাউতই এদিন মোদীর ইস্তফার দাবিতে সরব হলেন।

মোদীর ইস্তফা কেন দাবি শিবসেনার ?

মোদীর ইস্তফা কেন দাবি শিবসেনার ?

দেশের বেকারত্ব থেকে ধুঁকে পড়া অর্থনীতি সহ একাধিক সমস্যা রয়েছে। আর সেই সমস্যা মেটাতে না পারলে , মোদীর ইস্তফার দাবিতে মানুষ সরব হবে বলে জানিয়েছেন শিবসেনার সঞ্জয় রাউত।

 ধৈর্য হারিয়েছেন...

ধৈর্য হারিয়েছেন...

সঞ্জয় রাউত জানিয়েছেন বহু মানুষ ধৈর্য হারিয়েছেন ইতিমধ্যেই। তাঁদের কেবল আশ্বাস দেওয়া হচ্ছে। এরপরই শিবসেনার মুখপাত্রের বক্তব্য, 'প্রধানমন্ত্রী এই বিষয়ে আশা করি একমত হবেন, যদিও রামের বনবাসও শেষ হয়, পরিস্থিতি খুব খারাপ। কেউ এতটা অসহায় বোধ করেননি এখন যতটা করছেন।'

 রাফালে নিয়ে তোপ

রাফালে নিয়ে তোপ

রাফালে নিয়ে মোদীকে বড়সড় তোপ দিয়ে শিবসেনার দাবি, 'বম্ব আর মিসাইলধারী রাফায়েল জেটগুলির ক্ষমতা আছে কি বেকারত্ব ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে শেষ করার?' এভাবেই সঞ্জয় রাউত মোদীকে রাফায়েল নিয়ে তোপ দাগেন।

সংকট মোকাবিলা ও মোদী

সংকট মোকাবিলা ও মোদী

রাউতের দাবি, মোদী নিজের ভাষণে বারবার বলছেন, সংকট সুযোগকে বাড়িয়ে দেয়, একবারও বলছেন না যে সংকটের পরিস্থিতি দেশকে কতটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এইভাবেই এদিন মোদীকে তোপ দাগতে ছাড়েন নি সঞ্জয় রাউত।

কলকাতায় কনটেইনমেন্ট জোনের নয়া তালিকা একনজরে, উদ্বেগ বাড়ল শহরের কোন এলাকা ঘিরেকলকাতায় কনটেইনমেন্ট জোনের নয়া তালিকা একনজরে, উদ্বেগ বাড়ল শহরের কোন এলাকা ঘিরে

English summary
Lord Ram’s ‘vanvas’ is over, present situation difficult, Raut taunts Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X