For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে নতুন আশার আলো, জুলায়েই ভারতে আসছে জনসনের এক শটের করোনা টিকা

করোনা যুদ্ধে নতুন আশার আলো, জুলায়েই ভারতে আসছে জনসনের এক শটের করোনা টিকা

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাবু গোটা দেশ। রোজই গোটা দেশে লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। এমনকী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন সাড়ে তিন লক্ষের বেশি মানুষ। যা দেশে সংক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে এখনও পর্যন্ত কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে হাতিয়ার করেই দেশে চলছে করোনা টিকাকরণ। তবে ছাড়পত্র পেয়েছে স্পুটনিক-ভি ও জনসনের মতো সংস্থাগুলিও। সূত্রের খবর, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই ভারতে এসে যাবে জনসনের এক শটের করোনা টিকা। শেষ মূহূর্তের প্রস্তুতি ও প্যাকেজিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

করোনা যুদ্ধে নতুন আশার আলো, জুলায়েই ভারতে আসছে জনসনের এক শটের করোনা টিকা

এদিকে সূত্রের খবর, কেন্দ্র সরকারের সবুজ সংকেত মিলতেই ভারতে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করল বহুজাতিক ফার্মা সংস্থা জনসন অ্যান্ড জনসন। গত ১২ এপ্রিল সুগম অনলাইন পোর্টালের মাধ্যমে গ্লোবাল ক্লিনিক্যাল ট্রায়াল ডিভিশনে প্রথম আর্জি জানিয়েছিল তারা। তাতে কিছু সমস্যা হওয়ায় সম্প্রতি জনসন অ্যান্ড জনসন আবার এই আবেদন করেছে বলে জানা যায়। তারপর থেকেই জনসনের টিকা নিয়ে চড়ছিল আশার পারদ।

অন্যদিকে এই টিকায় দুটি ডোজের ব্যাপার নেই। একটি ডোজ নিলেই হবে। তাই প্রয়োগও বেশ সহজসাধ্য। এমনকী টিকা টিকা মানবদেহে অন্যান্য অনেক টিকার থেকে বেশি কার্যকরী বলেও প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে। অন্যদিকে জনসনের পাশাপাশি দ্রুত ভারতে আসতে চলেছে ফাইজার, মডার্নার করোনা টিকাও। এদিকে টিকাকরণের পর রক্ত জমাট বাঁধার ঘটনায় কিছুদিন আগেই আমেরিকায় স্থগিত হয়ে যায় জনসন অ্যান্ড জনসন করোনা ভ্যাকসিনের প্রয়োগ। অবশেষে শুক্রবার তুলে নেওয়া হল সেই নিষেধাজ্ঞা।

English summary
Johnson's one-shot corona vaccine is coming to India in July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X