For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সফট ড্রিঙ্কে সীসা ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শক্তিশালী ধাতু পাওয়া গিয়েছে, জানাল কেন্দ্র

ভারতীয় দুই নামি বহুজাতিক সংস্থার তৈরি ৫টি সফট ড্রিঙ্কের নমুনায় সীসা ও ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো ভারি ধাতু পাওয়া গিয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : ভারতীয় দুই নামি বহুজাতিক সংস্থার তৈরি ৫টি সফট ড্রিঙ্কের নমুনায় সীসা ও ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো ভারি ধাতু পাওয়া গিয়েছে বলে মঙ্গলবার রাজ্যসভায় জানানো হয়। [সীসার বিষে ফি বছর মৃত্যু হয় ১ লক্ষ ৪৩ হাজার মানুষের : হু]

স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ফগন সিং কুলসাটে লিখিতভাবে জানান, "স্প্রাইট, মাউন্টেন ডিউ, ৭আপ, পেপসি, কোকাকোলা নমুনা স্তরীভূত স্যামপ্লিংয়ের মাধ্যমে বাছাই করা হয়েছে এবং চা কলকাতার ন্যাশনাল টেস্ট হাউসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।"

সফট ড্রিঙ্কে সীসা ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শক্তিশালী ধাতু পাওয়া গিয়েছে, জানাল কেন্দ্র

কুলসাটে জানিয়েছেন, সীসা ছাড়াও ক্যাডমিমাম এবং ক্রোমিয়ামের মতো ধাতুর উপস্থিতিও পাওয়া গিয়েছে নমুনায়। বিস্তারিত পরীক্ষা হবে। কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেল্থ বা AIIH&PH ন্যাশনাল টেস্ট হাউসের সঙ্গে যৌথভাবে পরবর্তী ধাপে নমুনা পরীক্ষা করবে।

উল্লেখ্য গত এপ্রিল মাসে স্বাস্থ্যমন্ত্রক পেট বোতল বিষাক্ত কিনা তা জানতে নমুনা পরীক্ষা চালিয়েছিল।

English summary
Lead, Heavy Metals Have Been Found In Soft Drinks: Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X