(ছবি) ১১ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১১ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ছুটি কাটিয়ে ফিরলেন
ইউরোপে ছুটি কাটিয়ে ফিরলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ফিরেই গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে।

মোদীর সফরকে স্বাগত
নরেন্দ্র মোদীর ঝটিতি পাকিস্তান সফরকে স্বাগত জানালেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার।

বাতিল এনএসএ বৈঠক
১৫ জানুয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যে হতে চলা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে বলে জানালেন এনএসএ প্রধান অজিত ডোভাল।

সলবিন্দরকে জেরা
পাঠানকোটে অপহৃত এসপি সলবিন্দর সিংকে জেরা করবে এনআইএ।

টেটে স্বস্তি রাজ্য সরকারের
প্রাইমারী টেট মামলায় হাইকোর্টে স্বস্তি পেল রাজ্য সরকার। প্রাথমিক টেটে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের নতুন করে পরীক্ষায় বসতে চেয়ে করা মামলা খারিজ করে দিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত।

ব্রিটিশের চেয়েও ইন্দিরা খারাপ!
ব্রিটিশ সরকারের শাসনের চেয়েও ভয়ঙ্কর ছিল স্বাধীন ভারতে ইন্দিরা গান্ধীর শাসন। এমনটাই উল্লেখ করা হয়েছে বিহারের সরকারি ওয়েবসাইটে। বিষয়টি সামন আসার পরই বিতর্ক শুরু হয়েছে।

শৈত্যপ্রবাহ কাশ্মীরে
শৈত্যপ্রবাহ অব্যাহত কাশ্মীরে। কার্গিলে তাপমাত্রা নামল মাইনাস ১৫ ডিগ্রিতে।

সলবিন্দরের পলিগ্রাফ টেস্ট
গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিংয়ের পলিগ্রাফ টেস্ট হবে বলে জানা গিয়েছে।

গুলামের বিরোধিতা
কেরলে গুলাম আলির কনসার্টের বিরোধিতা করতে পারে শিবসেনা। সেই আশঙ্কাই তৈরি হয়েছে।

পার্রিকরের হুঁশিয়ারি
কোনও ব্যক্তি বা সংগঠন ভারতকে আঘাত করলে পাল্টা আঘাত খেতে হবে। এদিন এমনই হুণশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।