For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ৬ ডিসেম্বর : সিমলা ব্যায়াম সমিতির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি

Google Oneindia Bengali News

তেলাঙ্গানার সামসাবাদের ৪৪ নম্বর জাতীয় সড়কে ২৭ নভেম্বরের রাতে ঘটেছিল নৃশংস ঘটনাটি। সেখানেই ভোররাতের এনকাউন্টারে খতম হয় ওই ৪। ঘটনা নিয়ে উঠতে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এছাড়া আজ বাবরি মসজিদ ধ্বংসের ২৭ তম বার্ষিকী। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে অযোধ্যা সহ বেশ কিছু জায়গায়। দিনের আরও সব খবরের লাইভ আপডেটে চোখ রাখুন :

সিমলা ব্যায়াম সমিতির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি

Newest First Oldest First
5:52 PM, 6 Dec

১৩৪.৪৪ পয়েন্ট নেমে গেল সেনসেক্স
5:07 PM, 6 Dec

সিমলা ব্যায়াম সমিতির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।
5:06 PM, 6 Dec

ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার
5:03 PM, 6 Dec

নাইজেরিয়া উপকূল থেকে অপহৃত হওয়া ১৮জন ভারতীয়কে উদ্ধার করতে তৎপর সরকার। জানালেন বিদেশ মন্ত্রকের মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।
4:13 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

সাংবাদিক সম্মেলনে পূর্ণাঙ্গ ঘটনা বিবরণ দিলেন সাইবারাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনার।
4:11 PM, 6 Dec

লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে দায়ের করা এক মামলার আদেবন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট।
3:14 PM, 6 Dec

এজিআর বকেয়ার ক্ষেত্রে রেয়াত না দিলে দোকান বন্ধ করতে বাদ্ধ হবে ভোডাফোন, বললেন ভোডাফোন চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা।
3:10 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

অ্যামনেস্টি ইন্ডিয়ার তরফে তেলঙ্গনা পুলিশকে তিরষ্কার জানানো হল।
3:08 PM, 6 Dec

২০১২ সালের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিনয় শর্মার ক্ষমাপ্রার্থনার আবেদন রাষ্ট্রপতিকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বররাষ্ট্র মন্ত্রক।
3:07 PM, 6 Dec

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগুনাথ।
3:06 PM, 6 Dec

আজকের দিনের মতো স্থগিত করা হল লোকসভা।
3:05 PM, 6 Dec

মহিলাদের সুরক্ষা খব গুরুত্বপীর্ণ একটি বিষয়, বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
2:25 PM, 6 Dec

রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি : ধর্ষণকারীদের দয়া বা ক্ষমাপ্রার্থনা নয়।
2:16 PM, 6 Dec

সিএবি নিয়ে পরবর্তী পদক্ষেপ তৈরি করতে কংগ্রেসের উচ্চপর্যায়ের বৈঠক সংসদে।
2:15 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

উমা ভারতী : আমি তেলঙ্গানা পুলিশ নিয়ে গর্বিত
2:11 PM, 6 Dec

লখনৌতে ৬টি স্থানে সিবিআই তল্লাশি
2:04 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

পি চাদাম্বরম, কংগ্রেস : আইনের পথে মীমাংশা হওয়া উচিত ছিল। অবশ্য আমি পুরো ঘটনার বিষয়ে জানি না।
1:58 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানালেন প্রসেনজিৎ।
1:46 PM, 6 Dec

আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। মেয়ো রেডে সংহতি মঞ্চে বললেন মুখ্যম্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'কড়া আইন বানিয়ে তা প্রয়োগ করে অপরাধীদের সাজা দেওয়া উচিৎ।'
12:26 PM, 6 Dec

উন্নাও কাণ্ডের প্রতিবাদে সংসদ থেকে কংগ্রেসের ওয়াকআউট।
12:25 PM, 6 Dec

উন্নাও কাণ্ডে সংসদ মুলতুবি প্রস্তাব তৃণমৃল সাংসদ সৌগত রায়
12:24 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

কংগ্রেসে সংসদ দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন যে, সরকার রামমন্দির তৈরিতে ব্যস্ত, এদিকে উন্নাওতে সীতা পুড়ছে।
12:21 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে তুমুল হট্টগোল সংসদে।
12:19 PM, 6 Dec

এসবিআই-এর গৃহ ঋণের ক্ষেত্রে কোনও প্রসেসিং ফি নয়, জানিয়ে দিল ব্যাঙ্কটি।
12:17 PM, 6 Dec

জিএসটি-র নুন্যতম ধাপ ৫ শতাংশ থেকে ৬ শতাংশ বাড়ানো হতে পারে।
12:06 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

মানেকা গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী : যা হয়েছে তা ভয়বহ। শুধু মনে করলেই কাউকে এভাবে মেরে দেওয়া যায় না। আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। অবশ্য আদালতে তুললে অভিযুক্তদের ফাঁসি হত।
12:04 PM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী, দিল্লি : যা হয়েছে তা চিন্তার বিষয়। মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারে না। এর থেকে পরিস্কার যে মানুষ আইন ব্যবস্থার উপর থেকে ভরসা উঠে গিয়েছে।
11:17 AM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

জয়া বচ্চন, রাজ্যসভার সদস্য, সমাজবাদী পার্টি : 'দের আয়ে দুরুস্ত আয়ে।'
10:53 AM, 6 Dec

৭০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি থেকে ক্লিনচিট পেলেন অজিত পাওয়ার

৭০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি থেকে ক্লিনচিট পেলেন অজিত পাওয়ার
বিদর্ভের সেচ কেলেঙ্কারি থেকে নিস্তার দেওয়া হল এনসিপি নেতা অজিত পাওয়ারকে। ৭০ হাজার কোটি টাকার সেচ সংক্রান্ত দুর্নীতির মামলাটি বন্ধ করে দিয়েছে মহারাষ্ট্রের দুর্নীতি দমন ব্যুরো ।
10:47 AM, 6 Dec

হায়দরাবাদ এনকাউন্টার

নির্ভয়ার মায়ের প্রতিক্রিয়া : আমি খুব খুশি। ন্যায়বিচার হয়েছে।
READ MORE

English summary
Latest live breaking news updates of 6th December 2019 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X