For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৮ ফেব্রুয়ারি : আপাতত শান্ত দিল্লি, মৃতের সংখ্যা বেড়ে ৪২

Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে শুরু হওয়া দিল্লির হিংসায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮। জখম ৩০০-রও বেশি। এই অবস্থায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে পুলিশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে দিল্লিতে গত ৩৬ ঘণ্টায় আক্রান্ত এলাকায় কোনও বড় ঘটনা ঘটেনি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল করা হবে।

দিল্লিতে পরিস্থিতি শান্ত, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

Newest First Oldest First
2:20 PM, 28 Feb

দিল্লিতে হিংসার শিকার হয়ে মৃত্যু আরও তিনজনের। সংঘর্ষের জেরে রাজধানীতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২-এ।
1:47 PM, 28 Feb

এদিন দিল্লি কোর্টে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, ওয়েইসি ভাইদের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তব্য রাখা নিয়ে এফআইআর করার দাবি তুলে একটি পিটিশন দায়ের হয়। এই মর্মেও দিল্লি ও কেন্দ্র দুই সরকারের উত্তর জানতে চেয়ে কেন্দ্রকে নোটিস দেয় দিল্লি হাইকোর্ট।
1:46 PM, 28 Feb

আরও একটি মামলা এদিন দিল্লি হিংসা নিয়ে শুরু হয়। তা ছিল এনআইএ তদন্তের দাবি। অভিনেত্রী স্বরা ভাস্কর, আর জে সাামেয়া, সমাসসেবক হর্ষ মন্দরের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তোলা হয় এই মামলায়। এঁদের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগ রয়েছে। এক্ষেত্রেও দুই সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিস পাঠানোর কথা বলা হয়।
1:46 PM, 28 Feb

জস্টিস ডি এন প্যাটেল ও জাস্টিস সি হরি শঙ্করের ডিভিশন বেঞ্চ দিল্লি সরকারের উদ্দেশ নোটিস পাঠানোর নির্দেশ দেন। সেই নির্দেশে নোটিস যাতে কেন্দ্রের কাছেও যায় তার কথা বলা হয়েছে। কারা সিএএ প্রতিবাদীদের নেপথ্যে থেকে এই হিংসা চালিয়েছে?
1:45 PM, 28 Feb

দিল্লি হাইকোর্টের তরফে হিংসার ঘটনা নিয়ে পৃথক পৃথক একাধিক নোটিস দেওয়া হয়েছেয একটি নোটিস গিয়েছে দিল্লি পুলিশেক কাছে, অন্যটি গিয়েছে দিল্লি সরকারের কাছে , আর আরও একটি নোটিস গিয়েছে কেন্দ্রের কাছে।
1:45 PM, 28 Feb

দিল্লি হিংসার ঘটনা নিয়ে পর পর ২ টি মামলার শুনানি আজ হয় দিল্লি হাইকোর্টে।
1:00 PM, 28 Feb

দিল্লিতে হিংসার শিকার হয়ে মৃত্যু আরও একজনের। সংঘর্ষের জেরে রাজধানীতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯-এ।
12:13 PM, 28 Feb

দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার ও পুলিশকে নোটিস জারি দিল্লি হাইকোর্টের।
11:06 AM, 28 Feb

দিল্লি পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন এসএন শ্রীবাস্তব।
10:19 AM, 28 Feb

পুলিশ সূত্র জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে তার মাধ্যমে সম্ভবত দুষ্কৃতীরা সংগঠিত হয়ে ভাঙচুর, মারধরের ঘটনাগুলি ঘটিয়েছে।
10:19 AM, 28 Feb

এলাকায় স্বাভাবিকতা ফেরাতে শান্তি কমিটির সঙ্গে বৈঠক করছে পুলিশ। এই পরিপ্রেক্ষিতে দিল্লির বিভিন্ন পাড়ায় এখনও পর্যন্ত এমন ৩৩০টি কমিটি গঠন করা হয়েছে।
10:18 AM, 28 Feb

হিংসা ছড়ানোর সন্দেহে এখনও পর্যন্ত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
10:18 AM, 28 Feb

সিদ্ধান্ত নেওয়া হয়, পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল করা হবে।
10:18 AM, 28 Feb

দিল্লিতে গত ৩৬ ঘণ্টায় আক্রান্ত এলাকায় আর কোনও বড় ঘটনা ঘটেনি।
10:17 AM, 28 Feb

দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক ও বিশেষ কমিশনার (আইন শৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব।
10:17 AM, 28 Feb

সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে শুরু হওয়া দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮।

English summary
Latest live breaking news updates of 19th February 2020 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X