For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসকে অস্তিত্বহীন করে ফের গেরুয়া ঝড় মহারাষ্ট্র, বলছে রিপাবলিক এক্সিট পোল

কংগ্রেসকে অস্তিত্বহীন করে ফের গেরুয়া ঝড় মহারাষ্ট্র, বলছে রিপাবলিক এক্সিট পোল

Google Oneindia Bengali News

২১৬ থেকে ২৩০ এর চেয়ে বেশি বই কম নয়। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে রিপাবলিক টিঊির এক্সিটপোলের হিসেব বিজেপি-শিবসেনা শিবিরকে এই বিপুল পরিমান আসনই দিয়েছে।

কংগ্রেসকে অস্তিত্বহীন করে ফের গেরুয়া ঝড় মহারাষ্ট্র, বলছে রিপাবলিক এক্সিট পোল

বিজেপি ও শিবেসনা জোট - ২১০ থেকে ২৩০ আসন
কংগ্রেস ও এনসিপি জোট -৫০ থেকে ৫৯টি আসন
অন্যান্য- ৮ থেকে ১২টি আসন

রিপাবলিক টিভির এক্সিট পোল নিশ্চিত করেছে গতবারের চেয়ে আরও বেিশ আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির। অর্থা‌ৎ লোকসভা ভোটের জয়ের ধারা যে অব্যহত রয়েছে বিজেপি শিবিরে সেটা স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে। দ্বিগুণ শক্তি নিয়ে ক্ষমতায় ফিরছে ফড়নবীশ সরকার। দল হিসেবে আসনের যে পরিসংখ্যান রিপাবলিক টিভির এক্সিট পোল দিয়েছে সেটা হল

এক্সিট পোল(‌২০১৯)‌

বিজেপি-১৩৫ থেকে ১৪২
শিবসেনা-৮১ থেকে ৮৮
কংগ্রেস-২০ থেকে ২৪
এনসিপি-৩০ থেকে ৩৫
মহারাষ্ট্র নব নির্মাণ সেনা-০
এআইএমআইএম-০ থেকে ১

আসন ভিত্তিক সমীক্ষা বলছে কংগ্রেসের কোনও উন্নয়ন লক্ষ করা যাবে না। লোকসভা ভোটের মতোই গেরুয়া ঝড়ে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে মহারাষ্ট্রে কংগ্রেস। অন্যদিকে দল বদলের হিড়িতে অনেকগুলি আসন হারিয়েছে এনসিপিও। ২০১৪ সালের বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল ৪২টি। সেটা এবার কমে ২০ থেকে ২৪-এ দাঁড়াচ্ছে। অন্যদিকে ২০১৪ সালে এনসিপি পেয়েছিল ৪১টি এবার সেটা কমে হচ্ছে ৩০ থেকে ৩৫িট আসন। অনেকটাই ক্ষতিগ্রস্ত এবারে মহারাষ্ট্রের বিরোধী শিবির। সেতুলনায় বিজেিপ শিবির অনেকটাই চাঙ্গা।

English summary
landslide victory for the saffron alliance of BJP-Shiv Sena i‌n‌ Republic TV Exit Poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X