For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালুপ্রসাদের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত

Google Oneindia Bengali News

লালুপ্রসাদের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। পশুখাদ্য কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া লালুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ঝাড়খণ্ড হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন লালু।

লালুপ্রসাদের জামিন বিহারে দারুণ প্রভাব ফেলবে : রঘুবংশপ্রসাদ সিং

আজ সকালে শীর্ষ আদালতে লালু যাদবের জামিনের আবেদনের শুনানি হয়। তাঁর জামিনের আদেশও মঞ্জুর করেন শীর্ষ আদালতের দুই বিচারপতি।

গত ৩০ সেপ্টেম্বর,পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য লালু প্রসাদ ও বিহারের প্রাক্তন আর এক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র-সহ আরও ৪৩জনকে বিশেষ সিবিআই কোর্ট দোষী সাব্যস্ত করে। এই কেলেঙ্কারিতে ৩৭.৭ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে।

লালুপ্রসাদের লোকসভা সদস্যপদও খারিজ করে দেওয়া হয়। পাঁচ বছরের জেল হয় তাঁর। এমনকী ৬ বছরের জন্য নির্বাচনে লড়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে তাঁর। ১৯৯৬ সালে য়খন লালু মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই পশুখাদ্য দুর্নীতি হয়।

লালুর জামিনে স্বভাবতই খুশি স্ত্রী রাবড়ি দেবী। জানিয়ে দিয়েছেন নির্বাচনী প্রচারে এবার অংশ নেবেন লালুজি।

English summary
Lalu Prasad granted bail by Supreme Court in fodder scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X