For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ জুড়ে বেকারত্ব রুখতে আসন্ন বাজেটে কেন্দ্র সরকার কী দিশা দেখাতে পারে জেনে নিন

দেশ জুড়ে বেকারত্ব রুখতে আসন্ন বাজেট কী দিশা দেখাতে পারে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন ২০২৪-র মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষে কোটি ডলারে উন্নীত হবে। এদিকে অটোমোবাইল থেকে শুরু করে কৃষি, শিক্ষা থেকে শুরু করে বা ছোট ব্যবস্থা সহ প্রায় সমস্ত ক্ষেত্র গুলি বর্তমানে তীব্র অর্থনৈতিক মন্দায় জেরবার। এমতাবস্থায় ১লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে পেশ হতে চলেছে চলতি অর্থ কেন্দ্রীয় বাজেট।

রয়েছে জিডিপি ঘাটতি

রয়েছে জিডিপি ঘাটতি

যদিও ২০২৪শের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য দেশের যে পরিমাণ জিডিপির প্রয়োজন তাতে এখনও উন্নীত হওয়া সম্ভব হয়নি বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে ২০১৮-১৯-এ জিডিপি ছিল ৬.৮। চলতি আর্থিক বছরে তা নেমে ৪.৫ শতাংশে দাঁড়িয়েছে। ৬ বছরে যা সর্বনিম্ন। পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব।

ক্রমেই বাড়ছে বেকারত্বের জেরে আত্মহত্যার ঘটনা

ক্রমেই বাড়ছে বেকারত্বের জেরে আত্মহত্যার ঘটনা

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সমীক্ষায় একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে বেড়েছে আত্মঘাতী বেকারের সংখ্যা। কৃষক আত্মহত্যার এই দেশে দেখা যাচ্ছে, কৃষকের চেয়েও আত্মঘাতী বেকারের সংখ্যা অনেক বেশি। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, ২০১৭ সালে আত্মঘাতী হয়েছিলেন ১২ হাজার ২৪১ জন কর্মহীন বেকার। যাদের মধ্যে ৮২ শতাংশই পুরুষ। আর ২০১৮তে দেখা গিয়েছে, ১২,৯৩৬জন বেকার আত্মঘাতী হয়েছেন।

বেকারত্ব ঠেকাতে নতুন কর্মসূচী সরকারের

বেকারত্ব ঠেকাতে নতুন কর্মসূচী সরকারের

পাশাপাশি গ্রামের মানুষের আয় কমায় বাজারে সামগ্রিকভাবে চাহিদাও কমেছে। এই পরিস্থিতিতে গ্রামীণ রোজগার বাড়ানোর চেয়ে ব্যাপক কর্পোরেট কর ছাড়ের পথে হেঁটেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বলাই বাহুল্য, তাতে কাজের কাজ কিছুই হয়নি। বিনিয়োগ না বাড়ায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে কেউ আগ্রহী হয়নি।

এই পরিস্থিতিতে একশোদিনের কাজ ও বিভিন্ন গ্রামীণ কর্মসূচিতে ব্যয় ছাঁটায়ের পথে হেঁটেছে সরকার। তাই দিয়ে দেশজুড়ে বেকারত্ব বৃদ্ধিতে খানিকটা রাশ টানা যেতে পারেন বলে মনে করছে সরকার। এবারের আসন্ন বাজেটে সে ব্যাপারেও বেশ কিছু রূপ রেখা থাকতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বরাদ্দ হতে চলেছে সাড়ে বারো হাজার কোটি টাকা

বরাদ্দ হতে চলেছে সাড়ে বারো হাজার কোটি টাকা

দেশ জুড়ে বেকারত্ব বৃদ্ধি নিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দফতরের মন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, " ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের জন্য আসন্ন বাজেটে প্রায় বারো হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা রয়েছে। যা গত অর্থবছরের থেকে ৭১ শতাংশ বেশি। "

পাশাপাশি ১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেটের আগে নীতি আয়োগ অফিসে শীর্ষ অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছাড়াও ৪০ জন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং নীতি আয়োগের আধিকারিকেরা।

 ৫ সাধারণ বাজেট, যা ভারতকে বর্তমান রূপ দিয়েছে ৫ সাধারণ বাজেট, যা ভারতকে বর্তমান রূপ দিয়েছে

English summary
The biggest task of the upcoming budget is job creation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X