For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্যাপ্ত তথ্য সুরক্ষার মাধ্যমে ফের চিনা সংস্থা গুলির ব্যবসায় মত ভারতীয়দের, জানুন কী বলছে সমীক্ষা

পর্যাপ্ত তথ্য সুরক্ষার মাধ্যমে ফের চিনা সংস্থা গুলির ব্যবসায় মত ভারতীয়দের, জানুন কী বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

চিন-ভারত সংঘাতের আবহে ইতিমধ্যেই গোটা দেশে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে গত সপ্তাহেই। এই সঙ্কটকালীন অবস্থায় একাধিক ভারতীয় সংস্থাও চিনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিলের পথেও হাঁটে। এদিকে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ৪৯ শতাংশ ভারতীয় মনে করছেন চিনা কোম্পানি গুলিকে ভারতে পণ্য বিক্রির অনুমতি দেওয়া উচিত। এদিকে এই সমীক্ষা চলাকালীন ভারত-চিন বাণিজ্য সম্পর্কের অবনতি নিয়ে ৩ হাজারের বেশি দেশীয় ক্ষুদ্র ব্যবসার কর্ণধারদের সঙ্গে কথা বলা হয়। সেখানে ৭ শতাংশ ব্যবসায়ী মনে করছেন আগামীতে এর মারত্মক প্রভাব পড়তে চলেছে তাদের ব্যবসার উপর। পাশাপাশি ২০ শতাংশ মনে করছেন এর ফলে আংশিক মন্দা দেখা যাবে তাদের ব্যবসায়।

পর্যাপ্ত তথ্য সুরক্ষার মাধ্যমে ফের চিনা সংস্থা গুলির ব্যবসায় মত ভারতীয়দের, জানুন কী বলছে সমীক্ষা

তবে এই সমীক্ষায় অংশগ্রহণকারী বেশিরভাগ উত্তরদাতাই মনে করছে ভারতে ব্যবসারত ওই কোম্পানি গুলির যাবতীয় তথ্য ভারত সরকারে কাছে জমা রাখা হোক। পাশাপাশি বৈধতা যাচাইয়ের জন্য সংস্থা গুলির চিনের সদরদফতরেও পাঠানো হোক একইসাথে। লোকাল সাইক্লসের এই জরিপে দেখা গেছে ৩৫ শতাংশ লোক চিনা পণ্যের বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার উপর সওয়াল করছেন। অন্যদিকে ১৪ শতাংশ বলেছেন যে তাদের কেবল মেড ইন ইন্ডিয়া পণ্য বিক্রির অনুমতি দেওয়া উচিত।

এদিকে প্রায় ২৫ শতাংশ মানুষ বলেছেন, এই জাতীয় সংস্থাগুলিকে তখনই মেড ইন ইন্ডিয়া পণ্য বিক্রির অনুমতি দেওয়া উচিত যদি তাপা চিনের সমস্তরকম তথ্য আদান-প্রদান বন্ধ করে। সেখানে তথ্য-আদানপ্রদান বন্ধের ব্যপারে নিশ্চয়তা মিললে চিনা সংস্থা গুলিকে সমস্ত রকমের পণ্য বিক্রয় করতে দেওয়া উচিত বলে মনে করছেন ২০ শতাংশ মানুষ। এদিকে মাত্র ২ শতাংশ মানুষ মনে করছেন চিনা সংস্থা গুলিকে তাদের আগের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। পাশাপাশি ৯ শতাংশ মানুষ মনে করছেন পর্যাপ্ত তথ্য সুরক্ষা পাওয়া গেলে চিনা সংস্থা গুলিকে পুনরায় ব্যবসা করতে দেওয়া উচিত।

ভারত এগোবে আত্মনির্ভর পথেই, বিশ্বের দরবারে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীরভারত এগোবে আত্মনির্ভর পথেই, বিশ্বের দরবারে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

English summary
know what the survey says about with adequate data protection indians are again in favor of chinese companies doing business
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X