For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় মামলার রায়দান নিয়ে ভারতীয়রা গুগল সার্চে কী খুঁজে বেড়ালেন জানেন কি

অযোধ্যায় মামলার রায়দান নিয়ে ভারতীয়রা গুগল সার্চে কী খুঁজলেন জানেন কি

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শনিবার অযোধ্যা মামলার শেষ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এবার রায়দানের প্রাক মুহূর্তে অযোধ্যা মামলা নিয়ে ভারতীয়দের কৌতূহল চোখে পড়ল ইন্টারনেটের দুনিয়াতেও। গুগল সার্চ করে তারা অযোধ্যা মামলা প্রসঙ্গে তাদের একাধিক কৌতূহলর নিরসন করতে চাইলেন। এই প্রসঙ্গে ভারতীয়রা একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিনকে।

অযোধ্যা মামলার রায়ে কি বলল সুপ্রিম কোর্ট ?

অযোধ্যা মামলার রায়ে কি বলল সুপ্রিম কোর্ট ?

প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে ছিলেন বিচারপতি এস এ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। ওই রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানায় বিতর্কিত ২.৭৭ একর জমি পাবে হিন্দু পক্ষ। পরিবর্তে সুন্নি ওয়াকিফ বোর্ডকে বিকল্প কোনও গুরুত্বপূর্ণ জায়গায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। পাশাপাশি রাম মন্দির নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট গঠনেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই দেশের আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখতে প্রায় প্রতি রাজ্যের পুলিশ ও প্রশাসন সতর্ক করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা দেশের সমস্ত নাগরিকদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান জানানোরও আহ্বান জানিয়েছেন।

কি বলা হচ্ছে ১৪৪ ধারায় ?

কি বলা হচ্ছে ১৪৪ ধারায় ?

১৪৪ ধারায় বলবতের আসল উদ্দেশ্য এবং এর কার্যকারিতা সম্পর্কেও জানতে চেয়ে গুগল করলেন একাধিক ভারতীয়। অযোধ্যা মামলার রায়ের পর শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভারতের বেশ কয়েকটি রাজ্য ও শহরে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারার মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়। বিশেষ ক্ষমতা বলে একটি জায়গায় চারজনের বেশি লোকের একত্রিত কোনও সমাবেশকে নিষিদ্ধ করে এই ধারা। বর্তমানে উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, ও জম্মু-কাশ্মীরের একাধিক অঞ্চলে বলবত রয়েছে এই সংবিধানের এই বিশেষ ধারা।

কাল কি ছুটি ?

কাল কি ছুটি ?

অযোধ্যা মামলার রায়দানের পর ওই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে কোনও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে কিনা সেই বিষয়েও জানতে চাওয়া হয় গুগলের কাছে। যদিও ইতিমধ্যেই একাধিক রাজ্যে ১১ই নভেম্বর পর্যন্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রদেশে এই কদিন মদ বিক্রির উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিচারপতি রঞ্জন গগৈয়ের ধর্মীয় পরিচয় জানতেও গুগল সার্চ

বিচারপতি রঞ্জন গগৈয়ের ধর্মীয় পরিচয় জানতেও গুগল সার্চ

প্রায় দু দশক ধরে চলতে থাকা অযোধ্যা মামলায় গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বর্ষীয়ান আইনজীবী রঞ্জন গগৈ। আগামী ১৭ই নভেম্বর তাঁর অবসর গ্রহণেরও কথা রয়েছে। ঐতিহাসিক রায়দানের প্রাক মুহূর্তে এবার প্রচুর মানুষকে রঞ্জন গগৈয়ের ধর্মীয় পরিচয় জানতে গুগলকে হাতিয়ার করতে দেখা গেলো। পাশাপাশি তিনি কোন রাজ্যের বাসিন্দা তা জানতেও গুগল সার্চ করলেন অনেকে।

English summary
know what indians have searched on google just before the ayodhya verdict of supreme court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X