For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করেনি? বন্ধ হতে পারে টাকা পড়া! রইল কীভাবে লিঙ্ক করবেন

আপনি কি আপনার পিএফ অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছেন? না করালে এখনও করে ফেলুন। নাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্যার পড়তে হতে পারে। সম্প্রতি EPFO নতুন বেশ কিচু নিয়মে রদবদল করেছে।

  • |
Google Oneindia Bengali News

EPFO Link Aadhaar: আপনি কি আপনার পিএফ অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছেন? না করালে এখনও করে ফেলুন। নাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্যার পড়তে হতে পারে। সম্প্রতি EPFO নতুন বেশ কিচু নিয়মে রদবদল করেছে। আর নয়া নিয়ম অনুযায়ী সমস্ত এপিএফও সুবিধা পাচ্ছেন এমন সমস্ত গ্রাহককে তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে।

আধার কার্ডে থাকা UAN নম্বর লিঙ্ক করাতে হবে। না করানো হলে সংশ্লিষ্ট ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াও হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে।

কোম্পানি পিএফ অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দেবে

কোম্পানি পিএফ অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দেবে

EPFO বলছে যত দ্রুত সম্ভব পিএফ অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। এই কাজ সংস্থা থেকেও করে নেওয়া যেতে পারে। কিংবা সংস্থার কর্মীও পিএফ অফিসে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবে। আগামী সেপ্টেম্বরের শুরুর মধ্যে এই কাজ যদি না করা হয় তাহলে অ্যাকাউন্টে পিএফ জমা দেওয়া সংস্থা বন্ধ করে দিতে পারে।

এমনকি কর্মীও তাঁর পিএফ তুলতে পারবেন না। এমনকি পিএফে অন্যান্য সুবিধাও আরও পাওয়া যাবে না। আধার কার্ডের সঙ্গে পিএফ অ্যাকাউন্টের লিঙ্ক করানোর চূড়ান্ত সময়সীমা ছিল ১লা জুন ২০২১ । দেখা যায় বহু অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা হয়নি। এর ফলে নতুন করে ফের একবার সময়সীমা বাড়ানো হয়। আর তা বাড়িয়ে ১লা সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

section 142 তে বেশ কিছু সংশোধন আনা হয়েছে

section 142 তে বেশ কিছু সংশোধন আনা হয়েছে

শ্রমমন্ত্রক বেশ কিছু নিয়মে রদবদল নিয়ে এসেছে। সোশ্যাল সিকিউরিটি কোড ২০২০ এর ১৪২ সেকশনে বেশ কিছু সংশোধন নিয়ে এসেছে। এর এরপরেই নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ধারাতে যে কোনও কর্মচারী, অসংগঠিত কর্মী কিংবা যে কোনও ব্যক্তির পরিচয় আধার নম্বর থেকে জানা যায়। ওই কোডের মাধ্যমে সমস্ত রকম সার্ভিস এবং বেনিফিট পাওয়া যায়।

নতুন নিয়ম কি বলছে

নতুন নিয়ম কি বলছে

সোশ্যাল সিকিউরিটি কোড ২০২০ এর ১৪২ ধারা অনুযায়ী EPFO তাদের নতুন নিয়ম সামনে নিয়ে এসেছে। যেখানে পরিষ্কার ভাবে সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তি করা না হলে কিংবা UAN আধার ভেরিফাইড না হলে ওই অ্যাকাউণ্টে আর Electronic Challan cum Return আর পাওয়া যাবে না।

৭ লাখ টাকার EDLI কভার আর পাওয়া যাবে না

৭ লাখ টাকার EDLI কভার আর পাওয়া যাবে না

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১ লা সেপ্টেম্বরের আগে পিএফ UAN কিংবা আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করানো না হলে সংস্থার তরফে দেওয়া কন্ট্রিবিউট বন্ধ হয়ে যাবে। পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যদি ইউনিভার্সল অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করে দিলে তাহলে কোনও সমস্যা থাকবে না।

অ্যাকাউণ্টে বেতন থেকে কাটা টাকার অঙ্ক আপনাকে দেখাবে। এমনকি এতে Employee Deposit Linked Insurance অর্থাৎ EDLI জমা হবে না। এমনকি কর্মচারীদের EDLI স্কিমের কভার পর্যন্ত পাওয়া যাবে না।

জেনে রাখা প্রয়োজন, করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার EDLI স্কিম অনুযায়ী death insurance বেনিফিটের টাকার অঙ্ক বাড়িয়ে৭ লাখ টাকা করে দিয়েছে। আগে এপিএফও সুবিধা আছে এমন কর্মচারীদের মৃত্যুর পর নুন্যতম ২ লাখ টাকা পাওয়া যেত। সর্বোচ্চ ৬ লাখ টাকা পাওয়া যেত।

যেটি কেন্দ্রীয় সরকার এখন বাড়িয়ে নুন্যতক আড়াই লাখ এবং সর্বোচ্চ ৭ লাখ টাকা করে দিয়েছে।

EPF অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar কার্ডের লিঙ্ক করান এই উপায়ে

EPF অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar কার্ডের লিঙ্ক করান এই উপায়ে

এখনও পর্যন্ত পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না করান তাহলে EPFO ওয়েবসাইটে গিয়ে সবার আগে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন। UAN আধার ভেরিফাইড করে নিন। আর করে নিলে কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। কিন্তু বিষয়টি কি এতটাই সোজা?

সবার আগে EPFO -এর ওয়েবসাইট www.epfindia.gov.in গিয়ে লগ ইন করতে হবে।

এরপর Online Services - এ গিয়ে e-KYC Portal এবং ফের link UAN aadhar এ গিয়ে লিঙ্ক করাতে হবে

আপনার UAN নম্বর এবং UAN অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর আপলোড করতে হবে

আপনার মোবাইল নম্বরে একটি OTP নম্বর যাবে

আধারের বক্সে আপনার ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে। এবং সাবমিট করতে হবে। এরপর Proceed to OTP verification আসবে, সেটিতে ক্লিক করতে হবে।

এরপর আবার আধার ডিটেলস ভেরিফাইড করতে হবে এবং মোবাইল নম্বরে এবং মেলের মধ্যে OTP আসবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনার আধার আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Know how to link PF account with aadhaar, you have to do within 1st September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X