For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ছবি হিংসা ছড়াতে পারে, তাই কউম দে হীরে-র মুক্তি আটকাল কেন্দ্র

Google Oneindia Bengali News

ইন্দিরা গান্ধীর হত্যাকান্ড নিয়ে তৈরি ছবি হিংসা ছড়াতে পারে, তাই কউম দে হীরে-র মুক্তি আটকাল কেন্দ্র
নয়াদিল্লি, ২২ অগস্ট : ছবিটি মুক্তি পেলে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, আর সেই কারণেই ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে তৈরি বিতর্কিত ছবি কউম দে হীরে-র মুক্তিকে নিষেধাজ্ঞা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আজ, ২২ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এই বিতর্কিত পাঞ্জাবি ছবিটির। কিন্তু আইবি-র তরফে জানানো হয় এই ছবিটির মূল্য বিষয়বস্তুর কারণে ছবিটি মুক্তি পেলে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে হিংসা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরেও আনা হয়। ইতিমধ্যে বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী সংগঠন এই ছবির বিরোধীতায় প্রতিবাদ শুরু করেছে। পাঞ্জাবে যুব কংগ্রেস এই এই ছবির মুক্তি আটকাতে এবং হলে এই ছবির প্রদর্শন বন্ধ করতে বেশ কিছু কর্মসূচী নেবে বলেও ঘোষণা করেছে।

ছবিটি সতওয়ন্ত সিং এবং বিয়ান্ত সিংয়ের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুই রক্ষী ছিলেন সতওয়ন্ত এবং বিয়ান্ত। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেন এঁরাই। স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টারের বদলা নিতেই ইন্দিরা গান্ধীকে খুন করা হয়। ছবিটি ইতিমধ্যে ইউরোপ,আমেরিকা,কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে, এবং ব্যবসাও ভালই করছে। বেশ কিছু দৃশ্য ও সংলাপের কারণে ২৮ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড এই ছবির মুক্তি আচকে দেয়। এর পর একাধিকবার কাঁচি চালানোর পর অবশেষে ভারতের দর্শককে দেখানোর জন্য সেন্সর বোর্ডের অনুমতি পায় ছবিটি।

উল্লেখ্য এই প্রথমবার নয়, সাডা হক, পাঞ্জাব ১৯৮৪ এবং ৪৭ টু ৪৮- ছবিগুলিও মুক্তির পর বিতর্কের মুখে পড়ে।

English summary
Kaum De Heere release stopped: Film on Indira's killers had sparked protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X