For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই জালে কার্তি, মুখ থুবড়ে ব্যাকফুটে কংগ্রেস, স্বস্তিতে নেই বিজেপিও

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে কার্তি চিদাম্বরমের গ্রেফতারির পরে কংগ্রেসের নরেন্দ্র মোদী ও কেন্দ্র বিরোধী দুর্নীতি অভিযান সাময়িক ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে কার্তি চিদাম্বরমের গ্রেফতারির পরে কংগ্রেসের নরেন্দ্র মোদী ও কেন্দ্র বিরোধী দুর্নীতি অভিযান সাময়িক ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়ার অঙ্গীকার নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কার্তির গ্রেফতারির মাধ্যমে এক ঢিলে দুই পাখির মারতে পারবে কেন্দ্র। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় অভিযান জারি রয়েছে তা যেমন সামনে আসবে, তেমনই দুর্নীতির আর এক নাম কংগ্রেস সেটাও তুলে ধরা যাবে।

সিবিআই জালে কার্তি, মুখ থুবড়ে ব্যাকফুটে কংগ্রেস, স্বস্তিতে নেই বিজেপিও

[আরও পড়ুন:আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি কি যাতে ফাঁসলেন কার্তি চিদাম্বরম ][আরও পড়ুন:আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি কি যাতে ফাঁসলেন কার্তি চিদাম্বরম ]

২০১৪ লোকসভা ভোটের আগে কংগ্রেসের বহু লোকের নামে দুর্নীতিবাজের তকমা দিয়েছিল বিজেপি। ন্যাশনাল হেরাল্ড থেকে ভিভিআইপি চপার চুক্তি সবেতেই কংগ্রেস নেতাদের নাম জড়িয়েছে। তবে সেই সমস্ত মামলা আদালতে চলছে। বিজেপি আলাদা করে তার সুবিধা করতে পারেনি।

পি চিদাম্বরম, দয়ানিধি মারান, এ রাজা সকলে আদালত থেকে হাসতে হাসতে বেরিয়ে এসেছেন। কার্তি জালে জড়িয়েছেন। বাকী আছেন গান্ধী পরিবারের সদস্যরা, রবার্ট ভডরা সহ কয়েকজন।

এদিকে বিজেপি আমলে রাফায়েল চুক্তি, পিএনবি কেলেঙ্কারি, বিজয় মালিয়ার দেশ ছেড়ে যাওয়া ইত্যাদি হওয়ায় মোদী সরকার ব্যাকফুটে রয়েছে।

এই অবস্থায় কংগ্রেস দল যেমন চাপে রয়েছে তেমনই চাপে রয়েছে মোদী সরকারও। আগামী লোকসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে কারা প্রচার শুরু করে সেটাই এখন দেখার। আপাতত বলা যেতে পারে দুই দলের স্কোর ১-১। ফলে লোকসভা ভোটের আগে একটা বছর কে কেমন আচরণ করে তার উপরে অনেককিছু নির্ভর করবে।

[আরও পড়ুন: আর্থিক তছরুপের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার কার্তি চিদাম্বরম][আরও পড়ুন: আর্থিক তছরুপের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার কার্তি চিদাম্বরম]

English summary
After Karti Chidambaram arrest, Congress pushed on backfoot, BJP also not in drivers seat before Lok Sabha Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X