For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন চলাকালীন দুই পুলিশ কর্মীর পদোন্নতিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করল কর্নাটক পুলিশ

লকডাউন চলাকালীন দুই পুলিশ কর্মীর পদোন্নতিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করল কর্নাটক পুলিশ

Google Oneindia Bengali News

লকডাউন চলছে বলে আটকে যাবে আনন্দের মুহূর্ত পালন করা, একদমই নয়। অন্তত সেরকমটাই মনে করে কর্নাটকের পুলিশ মহল। দুই পুলিশ কর্মীর পদোন্নতির জন্য সাধারণের কাছ থেকে টাকা তুলে একটি দুর্দান্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সিরা তালুকের পট্টনায়কানাহলীতে। এই ঘটনায় ওই দুই পুলিশ কর্মীর ওপর অভিযোগের আঙুল তুলেছে আম জনতা।

লকডাউন চলাকালীন দুই পুলিশ কর্মীর পদোন্নতিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করল কর্নাটক পুলিশ


পিএসআই নির্মলা ভি সিরা টাউন সার্কেলে সিপিআই হিসাবে যোগ দেবেন এবং নোনাভিনাকেরের এএসআই ধ্রুবচারি পিএসআই হিসাবে দায়িত্ব নেবেন পট্টনায়কানাহলীতে। বুধবার সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানে নির্মলা ও তাঁর পেশায় শিক্ষক স্বামী আসেন। দুই পুলিশ কর্মীকেই রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। বড় প্যান্ডেল টাঙিয়ে, আমিষ খাবার ও পানীয়ের বিশাল আয়োজন করা হয় অতিথিদের জন্য। এই সংবর্ধনা অনুষ্ঠান পরে পার্টিতে পরিণত হয় যাতে স্থানীয় ভিআইপিরা এবং পুলিশ আধিকারিক সহ স্থানীয় থানার পুলিশ কর্মীরাও উপস্থিত হন।

অনেকেই দাবি করেছেন যে ডিওয়াইএসপি কুমারাপ্পা এই অনুষ্ঠান করার উদ্যোগ নেন। বাসিন্দাদের অভিযোগ, '‌যে পুলিশ কর্মীরা লকডাউনের নিয়ম ভেঙে জমায়েত করলে মারতে শুরু করে দেয় তারাই নিয়ম ভেঙে পার্টি করছে। এমনকি পিএসআই নির্মলাও বেশ কিছু বাসিন্দাদের মারধর করে কারণ তাঁরা একমাস আগে বিনায়ক মন্দিরে পুজো করছিলেন বলে।’‌

এক দেশ এক রেশন কার্ড প্রকল্প ঘোষণার ৪৫ দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তা চালু করেন,টুইট তৃণমূল সাংসদেরএক দেশ এক রেশন কার্ড প্রকল্প ঘোষণার ৪৫ দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তা চালু করেন,টুইট তৃণমূল সাংসদের

English summary
Huge pandals are hung, and non-vegetarian food and drinks is arranged for the guests. The reception later turned into a party attended by local VIPs and local police personnel, including police officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X