For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েদুরাপ্পার জায়গায় বসছেন বাসবরাজ বোম্মাই, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি

ইয়েদুরাপ্পার জায়গায় বসছেন বাসবরাজ বোম্মাই, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি

Google Oneindia Bengali News

কাটল উৎকণ্ঠা। সব জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকের নতুন মখ্যমন্ত্রীর নাম ঘোষণা কর বিজেপি। বাসবরাজ বোম্মাই হতে চলেছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী। গতকালই পদত্যাগ করেছিলেন বিএস ইয়েদুরাপ্পা। পদত্যাগের কথা ঘোষণা করেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

কর্নাটকে নতুন মুখ্যমন্ত্রী

কর্নাটকে নতুন মুখ্যমন্ত্রী

অবশেষে চূড়ান্ত হল নাম। কর্নাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। বিএস ইয়েদুরাপ্পার জায়গায় বসছেন বাসবরাজ বোম্মাই। বেঙ্গালুরুতে বিজেপির বিধায়কদের বৈঠকে বোম্মাইকে এই নাম ঘোষণা করা হয়েছে। সেই বৈঠকে ছিলেন জি কিষাণ রেড্ডি এবং ধর্মেন্দ্র প্রধান। তার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। গতকয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল।

ইয়েদুরাপ্পার পদত্যাগ

ইয়েদুরাপ্পার পদত্যাগ

অবশেষে পদ ছাড়তেই হল ইয়েদুরাপ্পাকে। মুখ্যমন্ত্রীর পদে বসার দ্বিতীয় বছর পূর্তির অনুষ্ঠানে ইয়েদুরাপ্পা নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জানিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপরই রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন ইয়েদুরাপ্পা। গত কয়েক মাস ধরেই তাঁকে সরানো হবে জল্পনা শুরু হয়েছিল। দলের সিদ্ধান্ত ঘোষণার আগেই নিজে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

কে এই বোম্মাইয়ে

কে এই বোম্মাইয়ে

বাসবরাজ বোম্মাইয়ার জন্ম ১৯৬০ সালে ২৮ জানুয়ারি। লিঙ্গায়েত সন্তান। তাঁর বাবা এসআর বোম্মাইয়াও কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ ছিলেন বোম্মাইয়া। আগামিকাল বেঙ্গালুরুতে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। ৩টে ২০ মিনিটে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। বোম্মাইয়ার নাম ঘোষণা করে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, অত্যন্ত অভিজ্ঞ একজন নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইয়েদুরাপ্পা থাকবেন দলের পরামর্শদাতা হিসেবে।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ

শোনা যাচ্ছিল ব্রাহ্মণ সন্তানকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে বিজেপি। তাতে সবার আগে প্রহ্লাদ যোশীর নাম উঠে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সেদিকে ঝুঁকি নেয়নি বিজেপি। কারণ ইয়েদুরাপ্পাকে বদলের প্রতিবাদে সরব হয়েছিলেন লিঙ্গায়েত সম্প্রদায়ের ধর্মগুরুরা। কিন্তু ইয়েদুরাপ্পাকেও পদে রাখতে রাজি ছিল না বিজেপি। তার বিরুদ্ধে দিল্লিতে গিয়ে একাধিক অভিযোগ জানিয়ে এসেছিলেন বিজেপি নেতারা।

English summary
Know Karnataka's new CM Name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X