For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্ন দেখতে গিয়ে ধরা পড়লেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী

কর্ণাটকের প্রাইমারি ও মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের মাঝে মোবাইলে পর্ন দেখেন। সেই ঘটনা চাউর হতেই বিতর্ক তৈরি হয়। যদিও সরকারের তরফে এখনও ঘটনার বিষয়ে কিছু স্বীকার করা হয়নি।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ নভেম্বর : কর্ণাটক সরকারের মাথা হেঁট করে দিলেন সেরাজ্যের শিক্ষামন্ত্রী। টিপু সুলতানের জন্মজয়ন্তীতে রায়পুরে এক অনুষ্ঠানের মাঝে বসে পর্ন দেখলেন তিনি। আর তা নিয়ে ছিঃ ছিঃ পড়ে গেল গোটা রাজ্যে। শিক্ষামন্ত্রীর নাম তনবীর সেইট। [খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']

স্থানীয় সংবাদ চ্যানেল জানিয়েছে, প্রাইমারি ও মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের মাঝে মোবাইলে পর্ন দেখেন। সেই ঘটনা চাউর হতেই বিতর্ক তৈরি হয়। যদিও সরকারের তরফে এখনও ঘটনার বিষয়ে কিছু স্বীকার করা হয়নি। [ব্রিটিশ সংসদের অন্দরে চুটিয়ে চলছে পর্ন দেখা]

পর্ন দেখতে গিয়ে ধরা পড়লেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী

যদিও চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছে যে টিপু জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চে বসেই মোবাইলে পর্ন দেখেন তিনি। "টিপু সুলতান মহীশূরের রাজা ছিলেন। এবং স্বাধীনতা সংগ্রামে দেশকে স্বাধীন করতে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেন", এইসব বক্তব্য যখন সহ বক্তারা মাইকে রেখে চলেছেন, তখন নিশ্চিন্তে মঞ্চে বসে পর্ন দেখছিলেন শিক্ষামন্ত্রী, অভিযোগ তেমনই। [ক্লাস চলাকালীনই মোবাইলে পর্ন দেখতে ব্যস্ত সপ্তম শ্রেণির ছাত্রী]

কর্ণাটকে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস সরকার। ঘটনার পর চূড়ান্ত অস্বস্তিতে তারা। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে বিজেপি। নৈতিক দায় স্বীকার করে সরে যাওয়া শিক্ষামন্ত্রীর, দাবি বিজেপির। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]

প্রসঙ্গত এর আগে ২০১২ সালে দুই বিজেপি বিধায়ক সংসদের অন্দরে পর্ন দেখতে গিয়ে ধরা পড়েন। সেই নিয়ে বিতর্কও হয়। এবার কর্ণাটক সরকারও একই ঘটনায় বিড়ম্বনায় পড়ল।

English summary
Karnataka minister Tanveer Sait caught watching porn during Tipu Jayanti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X