For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির শরিক জেডিইউয়ের নীতীশ ঘনিষ্ঠ নেতার সঙ্গে কানহাইয়ার বৈঠক! চরমে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

জেএনইউ ছাত্র ইউনিয়নের নেতা কানহাইয়া কুমার সহ ৯ জনকে ২০১৬ সালের একটি মামলায় সমন পাঠানো হয়েছে। দিল্লি পুলিশের পেশ করা চার্জশিটে তাঁদের নাম রয়েছে। আগামী ১৫ মার্চ এই সমনের তারিখ। এদিকে, তার আগে বিজেপির শরিকদল জেডিইউয়ের এক তাবড় নেতার সঙ্গে কানহাইয়ার বৈঠক ঘিরে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল।

 কার সাথে সাক্ষাৎ কানহাইয়ার?

কার সাথে সাক্ষাৎ কানহাইয়ার?

প্রসঙ্গত, বিহারের বুকে বিরোধী শিবিরের একাধিক নেতা ইতিমধ্যই নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছেন। প্রতিটি সাক্ষাৎকে অরাজনৈতিক বলে বিরোধী শিবিরের অমেকেই দাবি করেছেন। এবার নীতীশ ঘনিষ্ঠ অশোক চৌধুরীর সঙ্গে দেখা করেন কানহাইয়াকুমার। সিবিআইয়ের এই তারকা রাজনৈতিক ব্যক্তিত্বের এই বৈঠক জাতীয় রাজনীতিতে তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই।

বিহারে দলবদল ফ্য়াক্টর ও অশোক চৌধুরী

বিহারে দলবদল ফ্য়াক্টর ও অশোক চৌধুরী

নীতীশ ঘনিষ্ঠ অশোক চৌধুরী বহুদিন ধরেই বিহারের মন্ত্রিত্ব যেমন সামলাচ্ছেন,তেমনই জেডিইউকে শক্তিশালী করে ভিন দল থেকে নেতাদের জেডিইউতে যোগদানের বিষয়টিরও দেখভাল করে থাকেন। কয়েকদিন আগেই বিএসপির যামা খান, নির্দল সুমিত সিংদের তিনি জেডিইউয়ের ঘরে এনেছেন। এমনকি নীতীশ বিরোধী পাসোয়ানদের এলজেপির একমাত্র বিধায়ক রাজ কুমারকেও অশোক চৌধুরী বাড়িতে আমন্ত্রণ করেন।

 কানহাইয়া ও দল

কানহাইয়া ও দল

এদিকে সূত্রের দাবি কানহাইয়ার সঙ্গে দলের সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে। সেই অবনতির অন্যতম সূত্রপাত লোকসভা ভোটের সমই বিহারের বুক থেকে শুরু হয়। কানহাইয়াকে সেন্সার করার পর থেকে সেই সম্পর্ক আরও নিচে নেমেছে। ফলে সেই জায়গা থেকেও এই বৈঠক তাৎপর্যপূর্ণ।

বৈঠক অরাজনৈতিক!

বৈঠক অরাজনৈতিক!

এদিকে জেডিইউয়ের অশোক চৌধুরী জানিয়েছেন, কানহাইয়ার সঙ্গে এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক। কেবলমাত্র উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে তিনি জানান। এদিকে, জেডিইউ নেতা অজয় অলোক যদিও কানহাইয়ার দলে যোগ দেওয়ার বিষয়টি উড়িয়ে দিতে চাননি।

English summary
Kanhaia kumar meets leaders close to Nitish Kumar , creates speculation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X