For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই 'অফার' কংগ্রেস সভাপতির, ফোনে দিলেন ফেরার বার্তা

ভোট যুদ্ধ জমজমাট মধ্যপ্রদেশে। একদিকে বইছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত। এরই মধ্যে দলবদলের পালাও জমে উঠেছে প্রাক ভোট পর্ব।

Google Oneindia Bengali News

ভোট যুদ্ধ জমজমাট মধ্যপ্রদেশে। একদিকে বইছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত। এরই মধ্যে দলবদলের পালাও জমে উঠেছে প্রাক ভোট পর্ব। কে কাকে ভাঙিয়ে দলে আনতে পারে। শেষমুহূর্তে শক্তি বাড়িয়ে কায়েম করতে পারে রাজ্যের ক্ষমতা। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ের মাঝেই কংগ্রেস এবার টোপ দিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীর শ্যালক কংগ্রেসে

মুখ্যমন্ত্রীর শ্যালক কংগ্রেসে

ভোটের ঠিক আগেই বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালককে বিজেপি থেকে ভাঙিয়ে এনেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং মাসানিকে যোদান করিয়েছেন। সেই রেশ থাকতে থাকতেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌরকে প্রস্তাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এবার প্রস্তাব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

এবার প্রস্তাব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

না, নিছকই কথার কথা নয়। কিংবা কোনও সাংবাদিক বৈঠকে আহ্বানও নয়। একেবারে ফোন করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌরকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন কমলনাথ। কমলনাথ স্বয়ং এই ফোন করার কথা জানালেও, বাবুলাল গৌর কিন্তু এই ফোন করার খবরটি উড়িয়ে দিয়েছেন।

ধারাবাহিক জয় বাবুলালের

ধারাবাহিক জয় বাবুলালের

গোবিন্দপুরা কেন্দ্র থেকে টানা জিতে আসছেন বাবুলাল। কিন্তু এবার তিনি টিকিট পাননি। যদিও তিনি এবারও টিকিট পেতে চেয়েছিলেন। এবার তাঁর পরিবর্তে বাবুলাল গৌরের পুত্রবধূ কৃষ্ণা গৌর ওই একই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন। তাই সুযোগ বুঝে বিজেপিকে ধাক্কা দিতে টোপ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিজেপির টিকিট-কোন্দল

বিজেপির টিকিট-কোন্দল

বিজেপির কোন্দল চলছিল এই কেন্দ্রের টিকিট বণ্টন নিয়ে। বিজেপির ইচ্ছা ছিল না প্রবীণ নেতা বাবুলাল গৌরকে এই কেন্দ্র থেকে টিকিট দিতে। তাই তাঁর পূত্রবধূকে টিকিট দেওয়া হয়েছে। এখন এই ঘোলাজলে মাছ ঝরতে নেমে পড়ে কংগ্রেস বিজেপিকে আরও ঘেঁটে দিতে চাইছে। আর এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাবুলালকে ভাঙিয়ে আনতে পারলে আখেরে কংগ্রেসেরই লাভ।

English summary
Pradesh congress president Kamalnath proposes to former MP Chief minister Babulal Gour to join in Congress before Assembly Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X