For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই এনইইটি পরীক্ষায় প্রথম বিহারের এই 'ধন্যি মেয়ে', পেলেন ৯৯.৯৯ পার্সেন্টাইল

এই বছর সিবিএসই এনইইটি পরীক্ষায় শীর্ষেস্থানে আছেন কল্পনা কুমারী। তিনি ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছেন।

Google Oneindia Bengali News

এই বছর সিবিএসই এনইইটি পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছেন কল্পনা কুমারী। মেডিকাল ও ডেন্টাল কোর্সের স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী নির্বাচনের এই সর্বভারতীয় পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন।

এনইইটি পরীক্ষায় প্রথম বিহারের এই ধন্যি মেয়ে


দিল্লিতে থেকে এই পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন কল্পনা। আদতে তিনি বিহারের বাসিন্দা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর দেওয়া তথ্য অনুযায়ি এনইইটি ২০১৮-য় তিনি ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছেন। এই পরীক্ষার ৭২০ -র মধ্যে তিনি মোট ৬৯১ নম্বর পেয়েছেন। ফিজিক্সে তিনি ১৮০ মধ্যে পেয়েছেন ১৭১, কেমিস্ট্রিতে ১৬০। বায়োলজিতে তাঁর কোনও নম্বর কাটা যায়নি। জুলজির ও বটানি মিলিয়ে ৩৬০-এ ৩৬০-ই পেয়েছেন কল্পনা।

কল্পনার পরেই আছেন তেলেঙ্গানার রোহন পূরোহিত। তিনি এনইইটি ২০১৮-য় দ্বিতীয় হয়েছেন। মেধা তালিকায় তৃতীয় স্থানে আছেন দিল্লীর হিমাংশু শর্মা। এই বছর মোট ৬,৩৪,৮৯৭ জন ছাত্র এনইইটি পরীক্ষায় পাস করেছেন। সিবিএসই এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সিবিএসই ১৫% অল ইন্ডিয়া কোটা সিটের জন্য যোগ্য এবং সফল প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করবে। সেই তালিকাটি পাঠানো হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিজিএইচএস (মেডিকেল এক্সামিনেশন সেল)-এর কাছে । তারপর অনলাইন কাউন্সিলিং-এর মাধ্যমে ১৫% অল ইন্ডিয়া কোটার আসনগুলি বরাদ্দ করা হবে।

এই পরীক্ষায় আনরিজার্ভড বা অসংরক্ষিত বিভাগের পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাট-অফ পার্সেন্টাইল রাখা হয়েছে ৫০ পার্সেন্টাইল আর কাট অফ স্কোর ৬৯১-১১৯। ওবিসি / এসসি / এসটি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাট-অফ পার্সেন্টাইল ও কাট-অফ স্কোর যথাক্রমে ৪০ পার্সেন্টাইল ও ১১৮-৯৬। শারীরিক প্রতিবন্ধীদের অসংরক্ষিত বিভাগের কাট-অফ পার্সেন্টাইল ও স্কোর হল, ৪৫ পার্সেন্টাইল ও ১১৮-১০৭। শারীরিক প্রতিবন্ধকতা থাকা ওবিসি / এসসি / এসটি পরীক্ষার্থীদের কাট-অফ পার্সেন্টাইল ও কাট-অফ স্কোর রাখা হয়েছে যথাক্রমে ৪০ পার্সেন্টাইল ও ১০৬-৯৬।

গত ৬ মে হয়েছিল এই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার্থী ছিলেন ১৩ লক্ষেরও বেশি। আগের বছর এই পরীক্ষায় বসেছিলেন সাড়ে ১১ লক্ষ পরীক্ষার্থী। সারা দেশে বর্তমানে চিকিৎসা ও ডেন্টাল ইনস্টিটিউটগুলিতে মোট ৬0,000 টি আসন রয়েছে। সোমবার বেলা ২টো নাগাদ প্রকাশিত হয় এই পরীক্ষার ফল।

English summary
Kalpana Kumari scored the highest marks in CBSE NEET 2018, with 99.99 percentile.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X