For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যক্তি স্বাধীনতা নিয়ে বাবার রায়কেই ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতি ছেলে

ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থায় বিচারপতি বাবার করা 'ভুল' ৪১ বছর পর শুধরে দিলেন বিচারপতি ছেলে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থায় বাবার করা 'ভুল' ৪১ বছর পর শুধরে দিল ছেলে। ১৯৭৬ সালে সুপ্রিমকোর্ট এক ঐতিহাসিক ভুল করেছিল। সেসময়ে ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তেই সিলমোহর দিয়ে সাময়িকভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারকে তুলে দিয়েছিল সর্বোচ্চ আদালত। এই রায় লিখেছিলেন বিচারপতি এম এইচ বেগ, তাঁর সঙ্গে সহমত হয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ এন রায়, বিচারপতি চন্দ্রচূড় ও পিএন ভগবতী। তবে এই রায়ের বিরোধিতা করেছিলেন বিচারপতি এইচ আর খান্না।

বাবার 'ঐতিহাসিক ভুল' ৪১ বছর পর শুধরে দিলেন বিচারপতি ছেলে

বৃহস্পতিবার গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে গঠিত ৯ সদস্যের বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি চন্দ্রচূড়ের ছেলে বিচারপতি ডিওআই চন্দ্রচূড়। বৃহস্পতিবার রায়দানের সময়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, ১৯৭৬ সালের ওই রায়ে ভুলে ভরা ছিল।

সেইসময়ে রায়ের বিরোধিতা করা বিচারপতি এইচ আর খান্না ঠিক ছিলেন বলেও মন্তব্য করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, সংবিধানে থাকা স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারকে কোনওদিনই অস্বীকার করা সম্ভব নয়। সেইসঙ্গে সংবিধান মানতে গিয়ে কখনও জীবন ও স্বাধীনতাকে ছাড়া যায়না।

[আরও পড়ুন: ডিজিটাল জগতে তথ্যপ্রকাশ হচ্ছে অজান্তেই, মন্তব্য বিচারপতির][আরও পড়ুন: ডিজিটাল জগতে তথ্যপ্রকাশ হচ্ছে অজান্তেই, মন্তব্য বিচারপতির]

English summary
While pronouncing verdict on right to privacy,Justice son overruled his father's observation during emergency period.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X