For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ক্ষতিগ্রস্তদের চাকরি! নির্বাচনী ইস্তেহার বড়সড় প্রতিশ্রুতি কংগ্রেসের

করোনা ক্ষতিগ্রস্তদের চাকরি! নির্বাচনী ইস্তেহার বড়সড় প্রতিশ্রুতি কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

আগামী ৩ এবং ৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৮টি আসনেই উপনির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে বিজেপি-কংগ্রেস। এদিকে তাঁর আগেই রীতিমতো বাগযুদ্ধে নেমেছে হাত হাত ও পদ্ম শিবিরের একাধিক প্রথমসারির নেতা। এদিকে ভোটের আগেই শেষ মহূর্তের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও শিবরাজ-কমলাথ শিবিরের কোনও। ইতিমধ্যেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস।

নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

যদিও প্রতিবারের মতো এই নির্বাচনের প্রচারেও রীতিমতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে কংগ্রেস-বিজেপি যুযুধান দু-পক্ষই। এদিকে শনিবার প্রকাশিত ‘বচন পত্রে' রাজ্যের করোনা ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান ও পেনশন সহ একাধিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা গেল কংগ্রেসকে।

 একাধিক প্রকল্পের বাস্তবায়নের প্রতিশ্রুতি

একাধিক প্রকল্পের বাস্তবায়নের প্রতিশ্রুতি

ওই ইস্তেহারেই কংগ্রেসের তরফে স্পষ্ট বলা হয়েছে করোনা সংক্রমণের জেরে স্বামীর মৃত্যুর ক্ষেত্রে যে কোনও মহিলাকেই পেনশন দেওয়া উচিত। একই সাথে করোনাকালীন কঠিন পরিস্থিতির সঙ্গে যুঝতে রাজ্যে সংস্ত দুস্থ ও গরিব মানুষদের খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথাও কংগ্রেস। একইসাথে করো জানায়না সংক্রমণের জেরে যে সমস্ত পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তিটিরও মৃত্যু হয়েছে তাদের স্বনির্ভর করে তুলত কংগ্রেসের তরফে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে কংগ্রেসের তরফে।

 কমলনাথকে ক্ষমতায় ফিরতে গেলে ২৮টি আসনেই ধরাশায়ী করতে হবে বিজেপি

কমলনাথকে ক্ষমতায় ফিরতে গেলে ২৮টি আসনেই ধরাশায়ী করতে হবে বিজেপি

একইসাথে ভোটে জিতলে চাষীদের জন্য একটি ভিন্ন ঋণ মুকুম প্রকল্পও আনা হবে বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ। পাশাপাশি গোয়ালিয়র-চাম্বল অঞ্চল পো-পালন এই সংক্রান্ত জীবিকার উন্নয়নের জন্য একটি কল্যাণ প্রকল্পও আনা হবে বলে জানানো হয়েছে। এদিকে মধ্যপ্রদেশের মসনদে ফের বসতে গেলে আসন্ন উপনির্বাচনে ২৮টি আসনের মধ্যে ২৮টিতেই বিজেপিকে হারিয়ে বাজিমাত করতে হবে কমলনাথ শিবিরকে। যা খানিক অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

৯ টি আসনে জয়লাণ করলেই আরও মাটি শক্ত হবে শিবরাজের

৯ টি আসনে জয়লাণ করলেই আরও মাটি শক্ত হবে শিবরাজের

অন্যদিকে ২৮টির মধ্যে মাত্র ৯টি আসনে জিততে পারলেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আরও একটু মাটি শক্ত ‘ভূমিপুত্র' শিবরাজের। এদিকে ২৩ মার্চ আস্থা ভোটে জিতে ৫ মাসের ব্যবধানে নয়া দৃষ্টান্ত স্থাপন করে চতুর্থ দফায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ফেরেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে বিজেপির লাগবে ১০৭ টি আসন। যা থেকে তারা এখন মাত্র ৯টি আসন দূরে।

বরফে থাকা প্যাকেটজাত খাবার থেকে হতে পারে কোভিড সংক্রমণ, দাবি চিনের সিডিসিরবরফে থাকা প্যাকেটজাত খাবার থেকে হতে পারে কোভিড সংক্রমণ, দাবি চিনের সিডিসির

English summary
job pension to corona victims congress promises big in manifesto ahead of madhya pradesh byelections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X