For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষোভ অব্যাহত জেএনইউতে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক আন্দোলনরত পড়ুয়াদের

বিক্ষোভ অব্যাহত জেএনইউতে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক আন্দোলনরত পড়ুয়াদের

  • |
Google Oneindia Bengali News

আন্দোলনরত পড়ুয়াদের উপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জের পর এবার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) একদল পড়ুয়া বুধবার সকালে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এদিনের বৈঠকে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে দিল্লি পুলিশের অকথ্য অত্যাচার ও নির্মমতার কথাও তুলে ধরতে দেখা যায় জেএনইউয়ের ছাত্র ইউনিয়নের প্রতিনিধিদের।

বিক্ষোভ অব্যাহত জেএনইউতে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক আন্দোলনরত পড়ুয়াদের


দাবী না মানা পর্যন্ত জারি থাকছে আন্দোলন

কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এবার উপাচার্যের সঙ্গে দেখা করতে চাইলেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। বৈঠক থেকে বেরিয়ে জেএনইউয়ের ছাত্র সংসদের সদস্য অপেক্ষা বলেন, "মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা আমাদের কথা বক্তব্য শুনতে চেয়েছিলেন। আমরা তাদের জানিয়েছি যে আমাদের দাবি সম্পূর্ণরূপে না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে। পাশাপাশি আমরা উপাচার্যের সাথে একটি বৈঠক চাই।"

উপাচার্যের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সকাল ১০.৩০ নাগাদ শুরু হওয়া কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলাকালীন এদিন আন্দোলনরত পড়ুয়াদের একাংশকে উপাচার্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়। ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানাতে গেলে বেশিরভাগ সময় উপাচার্যকে প্রতিক্রিয়াহীন থাকতে দেখা যায় বলেও অভিযোগ করেন তারা।

গত তিন সপ্তাহরেও বেশি সময় ধরে হোস্টেল ফি বৃদ্ধি, নির্দিষ্ট ড্রেস কোড প্রথা প্রচলন সহ একাধিক ইস্যুতে সরব হতে দেখা গেছে জেনএনইউয়ের পড়ুয়াদের। পাশাপাশি এদিনের বৈঠকে চলতি সপ্তাহের সোমবার সংসদ ভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় কীভাবে দিল্লি পুলিশ ছাত্রদের উপর তাণ্ডবলীলা চালায় তারও বিশদ বিবরণ দিতে দেখা যায় ছাত্রছাত্রীদের।

English summary
Protests continue at JNU, students meeting with representatives of HRD ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X