For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবিভিপিকে পর্যুদস্ত করে লালে লাল জেএনইউ! জেনে নিন চূড়ান্ত ফল

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক, চারপদেই বড় ব্যবধানে জয়ী বাম জোটের ছাত্ররা।

  • |
Google Oneindia Bengali News

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক, চারপদেই বড় ব্যবধানে জয়ী বাম জোটের ছাত্ররা। ১৫ সেপ্টেম্বর যেখানে বিশ্ববিদ্যালয় চত্বরে বাম ছাত্রদের ওপর এবিভিপির হামলার অভিযোগ উঠেছিল, সেখানে এদিন ভোট গণনার শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় চত্বর লাল আবির আর লাল পতাকায় ঢেকে যায়। দেখা মেলেনি কোনও এবিভিপির প্রতিনিধির।

এবিভিপিকে পর্যুদস্ত করে লালে লাল জেএনইউ! জেনে নিন চূড়ান্ত ফল

বিভিন্ন অভিযোগ ওঠায় প্রায় ১৪ ঘণ্টা ভোটগণনা বন্ধের পর শনিবার বিকেল থেকে শুরু করা হয় ছাত্র সংসদের ভোটগণনা। তবে গণনা শুরু পর থেকেই বোঝা যাচ্ছিল দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের ফল কোন দিকে যাচ্ছে।

ছাত্র সংসদের সভাপতি পদে বামেদের তরফে এন সাই বালাজি ২১৫১ ভোট পেয়ে জয়ী হন। পরাজিত এবিভিপির ললিল পাণ্ডে পেয়েছেন ৯৭২ ভোট।

ছাত্র সংসদের সহ সভাপতি পদে বামেদের তরফে সারিকা চৌধুরী ২৫৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম এবিভিপির গীতা শ্রী পেয়েছেন ১০১৩ ভোট।

সাধারণ সম্পাদকের পদেও বাম জোটের প্রার্থী আইজাজ আহমেদ পেয়েছেন ২৪২৬ ভোট। পরাজিত এবিভিপির গণেশ গুর্জর পয়েছেন ১২৩৫ ভোট।

যুগ্ম সম্পাদকের পদে বাম জোটের প্রার্থী অমুথা জয়দীপ পেয়েছেন ২০৪৭ ভোট। অন্যদিকে নিকটতম এবিভিপির বেঙ্কট চৌবে পেয়েছেন ১২৯০ ভোট।

শুক্রবার ছাত্র সংসদ নির্বাচনে প্রায় ৬৭.৮ শতাংশ ছাত্রছাত্রী ভোট দিয়েছিলেন। সংখ্যার নিরিখে যা প্রায় ৫ হাজারের মতো। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ৫৯.৬ এবং ৫৮.৯ শতাংশ ভোট পড়েছিল।

এবিভিপিকে পর্যুদস্ত করে লালে লাল জেএনইউ! জেনে নিন চূড়ান্ত ফল

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন( এআইএসএ), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া( এসএফআই), ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন( ডিএসএফ) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন( এআইএসএফ) সম্মিলিত বাম জোট গঠন করে এই নির্বাচনে সামিল হয়েছিল।

এই জয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতীকী জয়। বলেছে বাম ছাত্র জোট। বাম জোট ঘনিষ্ঠ শিক্ষকদের সূত্রে জানা গিয়েছে, তাঁদের লক্ষ্য বর্তমান উপাচার্য জগদেশ কুমারকে সরানো। তিনি সংঘ ঘনিষ্ঠ বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের।

২০১৪-তে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জেএনইউতে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। তবে এই নির্বাচনে বিরশা আম্বেদকর ফুলে স্টুটেন্টস অ্যাসোসিয়েশন সংক্ষেপে বাপসা, যথেষ্ট ছাপ ফেলেছে।

English summary
JNU Painted Red as Left Sweeps Top 4 Posts in Students' Union
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X