For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, নরমে-গরমে বিজেপিকে পরামর্শ জেডিইউ নেতার

মহারাষ্ট্রের শরিকি বিবাদ যখন তুঙ্গে ঠিক তখনই ঝাড়খণ্ডে বিজেপির হাত ছাড়ল আরেক শরিক লোক জনশক্তি পার্টি।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের শরিকি বিবাদ যখন তুঙ্গে ঠিক তখনই ঝাড়খণ্ডে বিজেপির হাত ছাড়ল আরেক শরিক লোক জনশক্তি পার্টি। গতকালই তারা জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ডে বিধানসভা ভোটেই একাই লড়বে দল। শরিকরা যেভাবে বিজেপির হাত ছাড়তে শুরু করেছে সেটা নজরে রেখে বিজেপিকে পরামর্শ দিয়েছেন জেডিইউ নেতা অশোক চৌধুরি। তিনি বলেছেন, শরিকদের টিকিট না দিলেও তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত বিজেপির।

শরিকি বিবাদ বাড়ছে বিজেপিতে

শরিকি বিবাদ বাড়ছে বিজেপিতে

বিজেপিতে যে শরিকি বিবাদ বড় সমস্যা হয়ে দাঁড়াতে চলেেছ সেটা প্রকট করে দিয়েছে মহারাষ্ট্র। শিবসেনার সঙ্গে এতোদিনের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছে গিয়েছে। শিবসেনা কোনও ভাবেই আর বিজেপির সঙ্গে হাত মেলাতে চাইছে না। এদিকে ঝাড়খণ্ডেও লোকজন শক্তি পার্টি বিজেপির হাত ছেড়ে একাই লড়াইয়ে যাওয়ার কথা জানিয়েছে।

শরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত

শরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত

বিজেপির এই অবস্থা দেখে বিহারে বিজেপি আরেক শরিক জেডিইউ নেতা অশোক চৌধুরি পরামর্শ দিয়েছেন বিজেপির উচিত শরিকদের সঙ্গে সুস্পর্ক বজায় রাখা। বিজেপি টিকিট না দিলেও শরিকদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। গত মঙ্গলবারই ঝাড়খণ্ডে লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ান একক লড়াইয়ের কথা জানান।

বিহারে ভোটের আগে জেডিইউ নেতার বার্তা

বিহারে ভোটের আগে জেডিইউ নেতার বার্তা

এর পরেই বিহারে বিধানসভা ভোট। বিজেপির সঙ্গে জোট গড়ে নীতিশ কুমার সরকার গড়লেও। মোদীর সঙ্গে সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে নীতিশের। সম্পর্ক মেরামতের উদ্যোগ যদি বিজেপি না নেয় তাহবে বিহারেও বিজেপির হাত ছাড়তে পারে নীতিশ। জেডিইউ নেতার এই বার্তায় অনেকটা সেই সুরই শোনা গিয়েছে বলে মনে করছেন রাজনীতিকরা।

বিজেপি বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চান, দাবি মধ্যপ্রদেশের কংগ্রেস মন্ত্রীদেরবিজেপি বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চান, দাবি মধ্যপ্রদেশের কংগ্রেস মন্ত্রীদের

English summary
JDU leader advises BJP should maintain good relations with alies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X